Yuvraj Singh on Virat Kohli: বন্ধু চিকুকে অভিনব উপহার যুবির
নয়াদিল্লি: কথায় বলে বন্ধুত্বের কোনও বাঁধা ধরা বয়স হয় না। ক্রিকেটের ২২ গজের বাইরেও তাঁদের বন্ধুত্ব এখনও আলোচনায় কেন্দ্রে। কথা হচ্ছে বিরাট কোহলি (Virat Kohli) ও যুবরাজ সিংকে (Yuvraj Singh)। এক বর্তমান ভারতীয় ক্রিকেটারের প্রতি এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের অটুট বন্ধুত্বের পরিচয় পাওয়া গেল। আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির হাতেখড়ি হওয়ার আগেই যুবি ২২ গজে নিজের ছাপ রাখা শুরু করেছিলেন। বয়সে বিরাটের থেকে ৭ বছরের বড় যুবরাজ। তবে সিনিয়র যুবির থেকে কড়া শাসন নয়, বরং প্রশয় পেয়েছিলেন ভিকে। ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল অল-রাউন্ডারদের তালিকায় নিজের নামটা খোদাই করেছিলেন যুবি। আর বিরাট? নেতা বিরাট থেকে ব্যাটার বিরাট… চারিদিকে রেকর্ডের ছড়াছড়ি। বিরাটের ক্রিকেট কেরিয়ারের শুরু থেকেই সঙ্গী ছিলেন যুবরাজ। ব্যাটার বিরাটকে নিজের চোখের সামনে নেতা বিরাট হয়ে উঠতে দেখেছেন ভারতের তারকা অল-রাউন্ডার। হঠাৎই ভিকের উদ্দেশ্যে এক আবেগমাখা চিঠি তুলে ধরলেন যুবি। প্রিয় চিকুকে দিলেন অভিনব উপহারও।
সোশ্যাল মিডিয়ায় যুবরাজ কোহলিকে আবেগমাখা যে চিঠি লিখেছেন, তা রীতিমতো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যুবরাজ লেখেন, “বিরাট আমি তোমাকে একজন ক্রিকেটার ও মানুষ হিসেবে বড় হতে দেখেছি। নেটের সেই তরুণ ছেলেটা ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটে এখন নিজেই এক কিংবদন্তি। তুমি এক নতুন প্রজন্মের নেতা।”
ক্রিকেটের প্রতি কোহলির শৃঙ্খলা প্যাশন বিশ্ববন্দিত। যুবি লেখেন, “মাঠে তোমার শৃঙ্খলা এবং খেলার প্রতি প্যাশন অন্য জায়গায়। যেভাবে তুমি খেলায় নিজেকে উৎসর্গ করেছো, দেশের প্রত্যেকটা বাচ্চা তোমাকে দেখে ব্যাট ধরার অনুপ্রেরণা পেয়েছে। তারাও স্বপ্ন দেখে একদিন নীল জার্সি পরে খেলার। প্রতি বছর নিজের ক্রিকেটকে এক ধাপ করে ওপরে এগিয়ে নিয়ে গিয়েছো। ইতিমধ্যেই অনেক কিছু অর্জন করেছো। তোমার কেরিয়ারের এই নতুন অধ্যায়ে তোমাকে আরও বেশি করে দেখার জন্য মরিয়া হয়ে রয়েছি। তুমি একজন কিংবদন্তি অধিনায়ক থাকার পাশাপাশি ও দুর্দান্ত নেতা ছিলে। আমি তোমার কাছ থেকে বিখ্যাত সব রান তাড়া করার ইনিংস দেখতে চাই।”
কোহলির সঙ্গে যুবির এক আলাদা বন্ড রয়েছে। যে কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, “আমি ভীষণ আনন্দিত যে, তোমার সঙ্গে শুধু সতীর্থের নয় একজন বন্ধু হিসেবে অনেক বেশি বন্ডিং রয়েছে আমাদের। এক সঙ্গে রান করা, অন্যের সঙ্গে মজা করা, খাবার নিয়ে ঠকানো, পঞ্জাবি গানে জ্যাম করা ও এক সঙ্গে কাপ জেতা। আমরা সব এক সঙ্গে করেছি। আমার জন্য তুই সবসময় চিকুই থাকবি, আর বিশ্বের চোখে কিং কোহলি।”
এর সঙ্গেই যুবি যোগ করেন, “তোমার ভিতরের আগুনটা জ্বলতে থাকুক। তুমি একজন সুপারস্টার। এই বিশেষ সোনার জুতোটা তাই তোমার জন্য়। এই ভাবেই দেশকে তুমি গর্বিত করতে থেকো।”