ISL 2022: রয় কৃষ্ণার লাল কার্ড, মোহনবাগানের পয়েন্ট কাড়ল ওড়িশা


চোট কাটিয়ে মাঠে ফিরেছেন, এবার কার্ড দেখে বাইরে। Pics Courtesy: Twitter

ওড়িশা এফসি – ১ (রিডিম ৫’)
মোহনবাগান – ১ (কাউকো ৭’)

পানাজি: একটা দলের সামনে চ্যালেঞ্জ ছিল প্রথম চারে জায়গা নিশ্চিত করে রাখা। আরেক দলের সামনে কোনও কিছু হারানোর নেই। তাই চাপও নেই। আইএসএলের (ISL) প্রথম চারে থাকার চাপে মাঠে নামা হুয়ানো ফেরান্দোর মোহনবাগান (Mohun Bagan)। অন্যদিকে লিগ টেবিলের মাঝামাঝি থাকা ওড়িশা এফসি (Odisha FC)। শুরুতে গোল খেয়ে, জনি কাউকোর পেনাল্টি থেকে ম্যাচে ফিরেছিল সবুজ মেরুন। কিন্তু আর গোলের রাস্তা খুলতে পারেনি তারা। তিন পয়েন্টরে লক্ষ্যে নামা দলটাকে তাই এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল। সঙ্গে রয় কৃষ্ণার ধাক্কাটাও সামলাতে হবে। কারণ দ্বিতীয়ার্ধে জোড়া হলুদ কার্ড দেখেছেন রয় কৃষ্ণা (Roy Krishna)। চোট কাটিয়ে ধীরে ধীরে তাঁকে মাঠে ফেরানোর রাস্তা তৈরি করছিলেন বাগান কোচ। কিন্তু এবার কার্ড সমস্যায় পরের ম্যাচে মাঠেই নামা হবে না ফিজির তারকা ফুটবলারের।

ম্যাচটা শুরু থেকেই টানটান। খেলার শুরুর পাঁচ মিনিটের মধ্যেই ওড়িশা এফসি এগিয়ে যায়। তবে ওড়িশা সেই লিড ধরে রাখতে পারেনি। জনি কাউকোকে বক্সে ফাউল করে সবুজ মেরুনকে পেনাল্টি উপহার দেয় ওড়িশা। ইউরো কাপ খেলা জনি কাউকে (Joni Kauko) ওড়িশা গোলকিপার কমলজিতকে উল্টো দিকে ফেলে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন। লিগের পরের পর্বে যাওয়ার কোনও আশা নেই ওড়িশার। তাই খোলা মনে হুয়ান ফেরান্দোর দলকে পদে পদে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় তারা। দুই দিকেই তৈরি হয় একাধিক গোলের সুযোগ। তবে প্রথমার্ধে আর গোল এল না।

দ্বিতীয়ার্ধেও মোহনবাগানের ওপর চাপ রেখেই খেলা চালিয়ে গেল ওড়িশা। বলের দখল কিছুটা বাড়লেও, মোহনবাগান গোলের দরজা খুলতে পারছিল না। দ্বিতীয়ার্ধে রয় কৃষ্ণাকে মাঠে নামিয়েছিলেন বাগান কোচ ফেরান্দো। সন্দেশের বদলে মাঠে নামেন আশুতোষ মেহতা। ৬৮ মিনিটে মাঠে এলেন ডার্বি ম্যাচের নায়ক কিয়ান নাসিরি। তবে তাঁকে নামাতে গিয়ে বাগানের সব থেকে বড় ভরসা লিস্টনকে তুলে নিলেন ফএরান্দো। এরপর লেনি রডরিগেজকে তুলে দীপক টাঙরিকে মাঠে নামায় মোহনবাগান। মোহনবাগান কোচের পরিবর্তন থেকেই পরিস্কার ছিল, খোলা মনে আক্রমণের রাস্তায় হাঁটতে পারছেন না তিনি। গোল পেতে গিয়ে কোনও ভাবেই গোল খেতে রাজি ছিলেন না মোহনবাগান কোচ। একাধিক পরিবর্তনে বলের দখল আরও বাড়ল। পাসের সংখ্যা বাড়ল। কিন্তু তিন পয়েন্ট পাওয়ার জন্য প্রয়জনীয় গোলের দেখা পেল না সবুজ মেরুন। উল্টে ইনজুরি টাইমে জোড়া হলুদ কার্ড দেখে মাঠের বাইরে রয় কৃষ্ণা। পরের ম্যাচে তাঁকে পাবে না মোহনবাগান। রবিবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচ মোহনবাগানের।

মোহনবাগান: অমরিন্দর, প্রীতম (সোসাইরাজ), সন্দেশ (আশুতোষ), তিরি, সুভাশিস, ম্যাকহিউ (কৃষ্ণা), লেনি (দীপক), কাউকো, মনবীর, লিস্টন (কিয়ান), বোমাস

আরও পড়ুন : AFC Asian Cup Qualifiers: জুনে কলকাতায় কাদের বিরুদ্ধে খেলবে ভারত?



Leave a Reply