Nick Kyrgios: আত্মহত্যা করতে চেয়েছিলেন অজি টেনিস তারকা


নিক কির্গিওস।
ছবি: টুইটার

মেলবোর্ন: আত্মহত্যা করতে চেয়েছিলেন নিক কির্গিওস (Nick Kyrgios)। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান টেনিস তারকার সোশ্যাল মিডিয়া পোস্টের পরই তোলপাড় শুরু হয়ে যায়। ৩ বছর আগে অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) সময় আত্মহত্যা করার কথা মাথায় এসেছিল কির্গিওসের। ২৬ বছরের টেনিস তারকার পেশাদার টেনিস ঘিরে অনিশ্চয়তা দেখা যায়। ডেভিস কাপে (Davis Cup) অন্যতম ফেভারিট হিসেবে দেখা হয়েছিল তাঁকে। ইনস্টাগ্রামে আজ পুরনো কথা উস্কে দেন কির্গিওস। আর সেখানেই আত্মহত্যা করার কথা প্রকাশ্যে আনেন অস্ট্রেলিয়ার টেনিস তারকা। দীর্ঘ সময় একাকিত্বে ভুগছিলেন তিনি। মানসিক স্বাস্থ্য এমন জায়গায় পৌঁছয় যে আত্মহত্যা করার কথাও তাঁর মাথায় আসে। কয়েক দিন আগেই মানসিক স্বাস্থ্যের কারণে টেনিস থেকে সরে দাঁড়িয়েছিলেন নাওমি ওসাকা। আচমকাই খেলোয়াড়দের এই মানসিক স্বাস্থ্য তাঁদের কেরিয়ারে অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে।

ইনস্টাগ্রামে কির্গিওস লেখেন, ‘৩ বছর আগে অস্ট্রেলিয়ান ওপেনের সময় আমি মানসিক ভাবে ভালো অবস্থায় ছিলাম না। অনেকেই ভাবছিল, আমি খুব এনজয় করছিলাম। কিন্তু ওই সময়টাই আমার জীবনের সবচেয়ে খারাপ সময়। আমার ডান হাতের দিকে তাকালে বোঝা যাবে, নিজেই নিজেকে আঘাত করি। আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম। বিছানায় একা থাকতে থাকতে অসহ্য হয়ে গিয়েছিলাম। হতাশ হয়ে পড়েছিলাম। নেগেটিভ চিন্তাধারা মনের মধ্যে আসছিল। পরিবার, বন্ধুদের থেকে দূরে থারকায় মদ্যপান, ড্রাগের নেশায় বুঁদ হয়ে গিয়েছিলাম। সেই জীবনটা খুব দুঃসহ হয়ে উঠেছিল।’

কির্গিওস আরও লেখেন, ‘আমি এখন সেখান থেকে বেড়িয়ে এসেছি। তবে এটুকু বলতে পারি, কেউ কখনও একা হয় না। আমি সেই সময়ের মধ্যে দিয়ে অতিক্রান্ত। পজিটিভ চিন্তাধারা নিয়ে থাকলে সব সম্ভব হয়। কেউ যদি নিজেকে একা ভাব, আমার সঙ্গে কথা বলতে পার। আমি তোমাদের সমস্যা সমাধান করতে চাইব। আমি খারাপ সময় কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছি। জীবন খুব সুন্দর। একে উপভোগ কর।’

আরও পড়ুন: Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার



Leave a Reply