ইউক্রেনে যুদ্ধ নয়, শান্তি চাই। সমগ্র ফুটবলবিশ্বের একটাই বার্তা। ইউরোপা লিগে ধরা পড়ল সেই ছবি। বার্সেলোনা-নাপোলির ফুটবলাররা একসঙ্গে দাঁড়িয়ে শান্তির বার্তা চাইলেন। আটালান্টার ইউক্রেনের ফুটবলার রুসলান মালিনোভস্কি জোড়া গোলের পর কোনও সেলিব্রেশন করলেন না। হাত জোড় করে যুদ্ধ বন্ধের প্রার্থনা রুসলানের।
Publish Date – 6:07 pm, Fri, 25 February 22