India vs Sri Lanka: ধর্মশালায় ৭ উইকেটে জয়, সিরিজ ভারতের


দুরন্ত ছন্দে শ্রেয়স। অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা কেকেআর অধিনায়ক। Pics Courtesy: Twitter

শ্রীলঙ্কা ১৮৩/৫
ভারত ১৮৬/৩

ধর্মশালা: লখনউয়ের পর ধর্মশালা। ওয়েস্ট ইন্ডিজের পর শ্রীলঙ্কা। ২২ গজে দুরন্ত ছন্দে টিম ইন্ডিয়া। প্রথম টি-২০ ম্যাচে শ্রীলঙ্কাকে ৬২ রানে হারানোর পর ধর্মশালায় দ্বিতীয় ম্যাচে ভারতের জয় ৭ উইকেটে। শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) যেন প্রমাণ করতে নেমেছেন নিজেকে। বেশকিছুদিন পর টিম ইন্ডিয়ার জার্সিতে ব্যাট করতে নামা সঞ্জু স্যামসন (Snaju Samson) নিজের ছন্দেই ব্যাটিং করলেন। প্রথম ম্যাচে রোহিত-ঈশান জুটি টিম ইন্ডিয়াকে একটা শক্ত ভীতের ওপর দাঁড় করিয়ে দিয়েছিল। এদিন রোহিত-ঈশান জুটি ফ্লপ। সেই সুযোগটা কাজে লাগিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করলেন মিডিল অর্ডারের ব্যাটাররা। পরিস্থিতি দেখে ক্যাপ্টেন রোহিত ও কোচ রাহুল নিশ্চই খুশি হবেন। ব্যাটিং অর্ডার সময় মত জ্বলে উঠছে। রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) কিছুটা ওপরের দিকে ব্যবহারের যে ভাবনা রোহিতরা নিয়েছেন সেটাও সফল। ব্যাট হাতে জাড্ডুও স্বাচ্ছেন্দে নিজের শট খেলছেন। সব মিলিয়ে ২০২১ টি-২০ বিশ্বকাপের ব্যর্থতা ঝেড়ে ফেলতে তৈরি মনে হচ্ছে ভারতকে। তবে এখনও অনেকটা সময় বাকি। ফর্ম ধরে রাখার চ্যালেঞ্জ আছে, সঙ্গে আছে ফিটনেসের চ্যালেঞ্জ। চাপের মুখে নিজেদের সামলানোর ক্ষমতার পরীক্ষাটা এখন শুধু বাকি। কারণ ওয়েস্ট ইন্ডিজ হোক বা শ্রীলঙ্কা, ভারতকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার মত ক্ষমতা তাদের নেই। য়ে সব টিমের সেই ক্ষমতা আছে তাদের সামনে পরলে বোঝা যেতে পারে বছরের শেষের টি-২০ বিশ্বকাপের জন্য কতটা তৈরি রোহিতের দল।

টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা। লঙ্কা ইনিংসের শুরুতে দাপট দেখালেন ভারতীয় বোলাররা। ভুবি-বুমরাদের সুইংয়ের সামনে বেশ নাজেহাল হতে হয় লঙ্কান ব্যাটরদের। ধীরে ধীরে ওপেনিং পার্টনারশিপে ৬৭ রান স্কোর বোর্ডে তোলে শ্রীলঙ্কা। এরপর দীপরাষ্ট্রের ব্যাটিং অর্ডারে ধস। তবে একটা দিকে দাঁড়িয়ে সঙ্গীর অপেক্ষা করছিলেন ওপেনার নিসাঙ্কা। তাঁকে সঙ্গ দিলেন অধিনায়ক শানাকা। দুজনের পার্টনারশিপে দ্রুত ৫৮ রান তুলে ফেলে শ্রীলঙ্কা। ৭৫ রানের ইনিংস নিসাঙ্কার। মাত্র ১৯ বলে অপরাজিত ৪৭ অধিনায়ক শানাকার। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রানে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ভারতের হয়ে একটি উইকেট নেন ভুবি, বুমরা, হর্ষল, চাহাল ও জাদেজা।

জবাব দিতে নেমে টিম ইন্ডিয়া শুরুতেই ধাক্কা খায় অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারিয়ে। ঈশান শুরুটা ভালই করেছিলেন। কিন্তু লাহিরু কুমারার বাউন্সার ভারতীয় কিপারের হেলমেটে লাগতেই যেন অত্মবিশ্বাসে ধাক্কা লাগে। ১৬ রান করে তিনিও ফিরলেন প্যাভেলিয়ানে। তবে শ্রেয়স অনবদ্য। রানের গতি যেমন ধরে রাখলেন, তেমনই উইকেটর একটা দিক ধরে রাখলেন। তাঁকে দেখে সঞ্জু স্যামসনও জ্বলে উঠলেন। শ্রেয়স-সঞ্জু জুটি টিম ইন্ডিয়ার জয়ের ভীতটা তৈরি করল। ৩৯ রানে সঞ্জু ষখন আউট হলেন, তখন ম্যাচ অনেকটাই ভারতের নিয়ন্ত্রণে। শেষ বেলায় ঝড় তুললেন জাদেজা। ১৮ বলে অপরাজিত ৪৫। শ্রেয়স অপরাজিত থাকলেন ৭৪ রানে। ১৭ বল বাকি থাকতেই ম্যাচ ও সিরিজ জিতে নিল ভারত। রবিবার সিরিজের শেষ ম্যাচটা নিয়ম রক্ষার। তবে ভারতের সামেন সুযোগ টানা ১২টি টি-২০ ম্যাচ জয়ের রেকর্ড স্পর্ষ করার।

আরও পড়ুন : Ranji Trophy: মেয়েকে হারিয়েও মাঠে ফিরে সেঞ্চুরি, রঞ্জিতে নজির গড়লেন ক্রিকেটার



Leave a Reply