India vs Sri Lanka Live Score, 2nd T20 2022: সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে ভারত


India vs Sri Lanka Live Score in Bengali: দেখুন ভারত (India) বনাম শ্রীলঙ্কার (Sri Lanka) দ্বিতীয় টি-২০ (T20) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট

ধর্মশালায় মুখামুখি ভারত-শ্রীলঙ্কা।

LIVE Cricket Score & Updates

  • 26 Feb 2022 07:04 PM (IST)

    প্রথম ওভারে ২ রান শ্রীলঙ্কার

    প্রথম ওভারে ভুবনেশ্বরকে সামলাতে নাজেহাল শ্রীলঙ্কা। এল ২ রান।

  • 26 Feb 2022 06:51 PM (IST)

    এক নজরে ভারতীয় দল

  • 26 Feb 2022 06:36 PM (IST)

    অপরিবর্তিত ভারতীয় দল

    দ্বিতীয় টি-২০ ম্যাচে কোনও পরিবর্তন নেই ভারতীয় দলে।

  • 26 Feb 2022 06:34 PM (IST)

    টস জিতল ভারত

    দ্বিতীয় টি-২০ ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত ভারত অধিনায়ক রোহিত শর্মার।

ধর্মশালা: তিন ম্যাচের সিরিজ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৬২ রানে হারিয়ে টিম ইন্ডিয়া বুঝিয়ে দিয়েছে তারাই ফেভারিট। সেই তকমাটা ধরে রেখে আজ ধর্মশালায় মাঠে রোহিত শর্মার দল। প্রথম ম্যাচে হারের পাশাপাশি শ্রীলঙ্কা যে দুই ক্রিকেটারের দিকে তাকিয়ে ছিল সেই মহেশ তিকসনা ও কুসাল মেন্ডিস সিরিজ থেকেই ছিটকে গেছেন। টি-২০ সিরিজ বাঁচাতে আজ জিততেই হবে লঙ্কা ব্রিগেডকে। উল্টোদিকে ভারত কোনও সুযোগ দিতে চায় না তার প্রতিপক্ষকে। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করাই টিম ইন্ডিয়ার লক্ষ্য। তৃতীয় ম্যাচটা রবিবার। এই সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে পারলে, টি-২০ ক্রিকেটের ইতিহাসে এখ রেকর্ডের শরিক হবে ভারত। টানা ১২টি টি-২০ ম্যাচ জয়ের রেকর্ড আছে আফগানিস্তানের। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি ম্যাচ জিতলেই সেই সংখ্যায় পৌঁছে যাবে রোহিতের দল। তাই সিরিজ জয়ের পাশাপাশি সে দিকেও পাখীর চোখ ভারতের।


Published On – 6:33 pm, Sat, 26 February 22



Leave a Reply