দীপা কর্মকার কি সাসপেন্ড? আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স ফেডারেশনের তথ্যে তুঙ্গে বিতর্ক


প্রণব সরকার, আগরতলা: ভারতীয় ক্রীড়ামহলকে রীতিমতো নাড়িয়ে দেওয়ার মতো খবর। রিও অলিম্পিকে অল্পের জন্য যিনি পদক হাতছাড়া করেছেন, দেশের জিমন্যাস্টিক্স যিনি বিশ্বের সামনে তুলে ধরেছেন, সেই দীপা কর্মকারকে নাকি সাসপেন্ড করা হয়েছে। ইন্টারন্যাশনাল জিমন্যাস্টিক্স ফেডারেশনের ওয়েবসাইটে দীপা কর্মকারকে সাসপেন্ডের কথা জানানো হয়েছে। আর এই খবর ছড়িয়ে পড়তেই আলোড়ন তৈরি হয়েছে দেশের জিমন্যাস্টিক্স মহলে। যে ভারতীয় জিমন্যাস্ট নিজে চোটআঘাতের ভয়কে উপেক্ষা করে ভয়ংকর প্রোদুনভা ভল্ট দেন, সেই তিনিই এবার সাসপেন্ড। 
 
তবে কী কারণে সাসপেন্ড করা হয়েছে দেশীয় জিমন্যাস্টিক্সের পোস্টার গার্লকে তার বিস্তারিত উল্লেখ নেই সেই ওয়েবসাইটে। দীপাকে সাসপেন্ড করার ঘটনায় দেশ বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দীপার কোচ বিশ্বেশ্বর নন্দীর সঙ্গে সংবাদ প্রতিদিন ডিজিটাল যোগাযোগ করলে তিনি বলেন, ”দীপা আগেই জিমন্যাস্টিক্স ছেড়ে দিয়েছে। কেন ওকে সাসপেন্ড করা হয়েছে, সেই বিষয়ে সরকারি  ভাবে আমরা জানি না। দীপার একটা লিগ্যাল অ্যাডভিজরি বোর্ড আছে। তাদের কাছে জানানো হয়েছে সব।” চলতি মাসের ৮ তারিখ থেকে রাজধানীর আইজি স্টেডিয়ামে জাতীয় শিবির শুরু হয়েছে। সেই শিবিরেও যাননি দীপা। এমনটাই জানিয়েছেন বিশ্বেশ্বর। জাতীয় শিবিরে যোগ না দেওয়ার অর্থ হল দীপা এশিয়ান গেমস বা কমনওয়েলথ গেমসে যোগ দিতে পারবেন না। 
 
কিন্তু দীপা জিমন্যাস্টিক্স ছেড়ে দিয়েছে আগেই, এই মন্তব্য কিন্তু নতুন করে ধোঁয়াশার জন্ম দেয়। প্রশ্ন উঠতে পারে তবে কি দীপা জিমন্যাস্টিক্স থেকে সন্ন্যাস নিয়েছেন? দীপার কাছ থেকে এই ব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাওয়া  যায়নি। তাঁর মোবাইল ফোন বন্ধ রয়েছে।
ত্রিপুরা জিমন্যাস্টিক্স সংস্থার সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, ”এই ব্যাপারে সংস্থাকে কিছু জানানো হয়নি। আমরাও কিছু জানি না। সংস্থা এই ব্যাপারে খোঁজ নেবে।”
 
বেসরকারি সূত্রে জানা গিয়েছে, এবার আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স প্রতিযোগিতায় দীপা যাবেন না বলে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। কী কারণে বরখাস্ত করা হয়েছে তা না জানানোয় বিভ্রান্তি দেখা দিয়েছে ক্রীড়া মহলে। আগরতলায় দীপা কর্মকারের বাড়িতে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। দীপা কর্মকারের বোন জানিয়েছেন, তাঁর দিদি দীপা বাড়িতে নেই। দীপার মা- বাবা রয়েছেন কলকাতায়। 
এদিকে আরও একটি খবর নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, ডোপ পরীক্ষার জন্য ডাকা হয়েছিল দীপাকে। কিন্তু তিনি যেতে রাজ হননি। সব মিলিয়ে দীপা কর্মকারকে নিয়ে তৈরি হয়েছে তীব্র ধোঁয়াশা। 

Leave a Reply