প্রস্তুতি ম্যাচে ক্যারিবিয়ানদের উড়িয়ে দিলেন ঝুলনরা, বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে ছন্দে ভারত


Published by: Tiyasha Sarkar |    Posted: March 1, 2022 12:34 pm|    Updated: March 1, 2022 12:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল ভারতের মহিলা ব্রিগেড। এই ম্যাচটায় প্রাধান্য রেখে ভারতের মহিলা দল( Indian Womens’ Cricket Team) জিতলেও আগের ম্যাচে কিন্তু খুব সহজে জয় পাননি স্মৃতি মান্ধানারা (Smriti Mandhana)। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে মাত্র দু’ রানে হারিয়েছিল ভারত। সেই জায়গায় এদিন সব বিভাগেই ভারত দাপট দেখিয়েছে। পরপর ম্যাচ জিতে এই মুহূর্তে দারুণ ছন্দে ভারত। নিউজিল্যান্ডের মাটিতে আয়োজিত বিশ্বকাপে (Womens’ Cricket World Cup) ভাল ফলাফল আশা করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। আগের ম্যাচে চোট পেলেও সুস্থ হয়ে এদিন মাঠে নামেন তারকা বাঁ হাতি ব্যাটার স্মৃতি মান্ধানা। যদিও তাঁর খেলা দেখে মনে হয়নি চোট সমস্যা রয়েছে। দুরন্ত শুরু করেন স্মৃতি। ঝকঝকে ৬৬ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। দলের সর্বোচ্চ রান আসে স্মৃতির ব্যাট থেকেই। ব্যাটারদের দাপটে ২৫৮ রান করে ভারতীয় দল। হাফ সেঞ্চুরি করেন অলরাউন্ডার দীপ্তি শর্মা। ভাটিয়া করেন ৪২ রান। অধিনায়ক মিতালী রাজ ৩০ রানের ইনিংস খেলে দলকে সুবিধাজনক জায়গায় নিয়ে যান।

[আরও পড়ুন: জন্ম তো এদেশেই! ভারতের নাগরিকত্ব চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ পাক নাগরিক]

২৫৮ রানের টার্গট তাড়া করতে গিয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটিং। মাত্র ১ রানে আউট হয়ে যান ক্যারিবিয়ান তারকা দিয়েন্দ্রা ডটিন। এরপরে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ক্যারিবিয়ানরা। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৭৭ রানে গুটিয়ে যায় তারা। ভারতের পুজা বস্ত্রাকর ৩টি উইকেট নেন মাত্র ২১ রান দিয়ে। ‘চাকদা এক্সপ্রেস’ ঝুলন গোস্বামী উইকেট না পেলেও আট ওভারে মাত্র ১৪ রান দেন। দু’ টি করে উইকেট পান মেঘনা সিং, রাজেশ্বরী গায়কোয়াড় এবং দীপ্তি শর্মা।

মাত্র কয়েকদিন আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে সিরিজ হারে ভারতের মহিলা দল। শেষ ম্যাচে জিতে কোনও মতে হোয়াইটওয়াশ বাঁচান মিতালিরা। বিশ্বকাপের আগে এই দুই প্রস্তুতি ম্যাচে জিতে আপাতত স্বস্তি ভারতীয় শিবিরে। আগামী ৬ মার্চ ভারত-পাক মহারণ দিয়ে মিতালি ব্রিগেডের বিশ্বকাপ অভিযান শুরু হতে চলেছে। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ভারতের এই জয় কিন্তু পাক শিবিরেও বার্তা পৌঁছে দিচ্ছে।
আজ পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি ভারতের মহিলা ক্রিকেট দল। ২০১৭ সালে বিশ্বকাপের ফাইনালে উঠলেও ইংল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ভারতের। ভারতীয় মহিলা ক্রিকেটের দুই আইকন মিতালি রাজ এবং ঝুলন গোস্বামীর সম্ভবত শেষ বিশ্বকাপ এটাই। তাই বিশ্বকাপ জিতেই তাঁদের ফেয়ারওয়েল দিতে চায় ভারতীয় দল।

[আরও পড়ুন:ইউক্রেনে ভয়ানক ‘ভ্যাকিউম বম্ব’ ব্যবহার করল রাশিয়া! প্রকাশ্যে হাড়হিম করা তথ্য]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে



Leave a Reply