Russia-Ukraine Conflict: চেলসি বিক্রি করতে বাধ্য হচ্ছেন আব্রাহামোভিচ?


Russia-Ukraine Conflict: চেলসি বিক্রি করতে বাধ্য হচ্ছেন আব্রাহামোভিচ?

লন্ডন: যুদ্ধ যেন জটিলতা যেন আরও দিচ্ছে। ইউক্রেনের উপর রাশিয়ার (Russia-Ukraine Conflict) হামলা সারা বিশ্বে ব্যাপক প্রভাব ফেলেছে। এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন বুদ্ধিজীবীমহল। প্রতিবাদের ঢল নেমেছে সর্বত্র। এরই কারণে নানা ক্ষেত্রে ক্রমশ নির্বাসিত করা হচ্ছে রাশিয়ানদের। খেলার দুনিয়ায় এর প্রভাব সবচেয়ে বেশি। এমনকি, ব্যবসা বানিজ্যের ক্ষেত্রেও তীব্র ছাপ পড়ছে। পরিস্থিতি যখন এতটাই জটিল, তখন কিন্তু চেলসি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ইংলিশ প্রিমিয়ার লিগের এই টিমের মালিক রোমান আব্রাহামোভিচ (Roman Abramovich)। ইংল্যান্ডের অধিকাংশ কাগজের খবর, চাপের মুখে পড়ে চেলসি (Chelsea) বিক্রি করার কথা ভাবতে শুরু করেছেন রাশিয়ান বিজনেস টাইকুন। সুইসজাত বিজনেস টাইকুন হান্সজর্গ উইস সহ আরও তিন জনের কাছে চেলসি বিক্রির প্রস্তাবও নাকি দেওয়া হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হওয়ার কারণেই নাকি সমস্যায় পড়েছেন আব্রাহামোভিচ।

উইসি বলছেন, ‘আব্রাহামোভিচ কিন্তু পুতিনের অন্যতম পরামর্শদাতা। কাছের বন্ধুও বটে। আর তাই পুতিন ঘনিষ্ঠ অন্যদের মতো তিনিও চাপে আছেন। সেই কারণে ইংল্যান্ডে নিজের সমস্ত ভিলা বিক্রি করার চেষ্টা করছেন তিনি। একই সঙ্গে চেলসিও দ্রুত বিক্রি করে দিতে চান। শুধু আমি নই, আরও তিন জনের কাছে চেলসি কেনার প্রস্তাব দেওয়া হয়েছে।’

২০০৩ সালে চেলসি কিনেছিলেন রাশিয়ান বিজনেস টাইকুন। প্রায় ২০ বছরেরও বেশি সময় ধরে চেলসির সঙ্গে যুক্ত আব্রাহামোভিচ। ইপিএলে তো বটেই, চ্যাম্পিয়ন্স লিগেও যাতে টিমকে তুলে ধরা যায়, তার জন্য কোনও কার্পণ্য় রাখেননি তিনি। আব্রাহামোভিচের আমলে পাঁচ বার ইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। সেই সঙ্গে দুটো চ্যাম্পিয়ন্স লিগ খেতাবও। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু করার পর থেকে রাশিয়ার বিরুদ্ধে এককাট্টা হয়েছে সারা বিশ্ব। খেলার দুনিয়ায় অধিকাংশ টিম কিংবা অ্যাথলিটরা রাশিয়ানদের বিরুদ্ধে খেলতে অস্বীকার করছেন। ফিফা নির্বাসিত করেছে রাশিয়াকে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সরানো হয়েছে ওই দেশ থেকে। পরিস্থিতি যে অত্যন্ত জটিল এবং সহজে বিশ্ববাসীর মনোভাব বদলাবে না, তা ভালোই বুঝতে পারছেন আব্রাহামোভিচ। সেই কারণেই হয়তো চেলসি বিক্রি করে দিতে চাইছেন।

উইসি বলেছেন, ‘চেলসি কিনব কিনা, তার জন্য আমাকে ৪-৫ দিন অপেক্ষা করতে হবে। চেলসির বিপুল টাকা দাম রেখেছেন আব্রাহামোভিচ। ওঁর কাছে আবার চেলসির প্রায় ২ বিলিয়ন পাউন্ড দেনা। কিন্তু এই মুহূর্তে ক্লাবের অর্থ নেই। তার মানে, যেই চেলসি কিনবে, তাকে ওই অর্থও দিতে হবে।’

Leave a Reply