ঘূর্ণির রূপকথায় ইতি, এককালের প্রতিপক্ষকে হারিয়ে বিষণ্ণ শচীন


সংবাদ  প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময় তাঁদের ব্যাট ও বলের দ্বৈরথের দিকে তাকিয়ে থাকতেন সবাই। শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar) ও শেন ওয়ার্নের (Shane Warne) লড়াই ছিল সব থেকে বড় বক্স অফিস। দু’ জনের লড়াই নিয়ে কত কালি খরচ হয়েছে তার ইয়ত্তা নেই। শারজায় হোক বা বিশ্বের অন্য যে কোনও প্রান্তে শচীন যত্রতত্র ফেলছেন ওয়ার্বনকে, এমন দৃশ্য এখনও চোখে ভাসে ক্রিকেটপাগলদের। যাঁর সঙ্গে এই দুর্দান্ত দ্বৈরথ, সেই ওয়ার্ন চলে গেলেন সবাইকে অবাক করে দিয়ে। 

মাঠের ভিতরে প্রবল রেষারেষি থাকলেও মাঠের বাইরে একে অপরের ছিলেন দারুণ বন্ধু। একে অপরের প্রতি ছিলেন অত্যন্ত শ্রদ্ধাশীল। টুইটে শোকপ্রকাশ করে শচীন লেখেন, ”আমি হতবাক, স্তব্ধ, অত্যন্ত দুঃখিত। তোমার অভাব অনুভব করব ওয়ার্নি। মাঠে বা মাঠের বাইরে, তুমি থাকলে কোনও মুহূর্তই সাধারণ থাকত না। মাঠে তোমার সঙ্গে লড়াই এবং মাঠের বাইরেj আড্ডাগুলো স্মৃতিতে থেকে যাবে। তোমার কাছে ভারত এক বিশেষ জায়গা ছিল। ভারতীয়দের কাছেও তোমার জন্য বিশেষ জায়গা ছিল। বড় তাড়াতাড়ি চলে গেলে!”



Leave a Reply