আত্মবিশ্বাসী এটিকে মোহনবাগান।
ছবি: টুইটার
ফাতোরদা: প্রথম চার নিশ্চিত। লক্ষ্য এ বার শীর্ষস্থান। চেন্নাইয়নি এফসিকে হারিয়েও তাই আত্মতুষ্টিতে ভুগতে নারাজ বাগান কোচ হুয়ান ফেরান্দো। টানা ১৫ ম্যাচ অপরাজিত এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। গত বছর মুম্বইয়ের কাছে শেষ ম্যাচ হেরে শীর্ষস্থান খোয়াতে হয়েছিল। সেই স্মৃতি এখনও টাটকা প্রীতম, রয় কৃষ্ণাদের (Roy Krishna) মনে। গত বছরের ভুল করতে চান না ফেরান্দোর ছেলেরা। বরং জামশেদপুরকে উড়িয়েই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের পথ প্রশস্ত করতে চায় এটিকে মোহনবাগান। তাই শীর্ষে থেকে লিগ শেষ করাই এখন পাখির চোখ সবুজ–মেরুন থিঙ্ক ট্যাঙ্কের। বৃহস্পতিবার ম্যাচ জিতলেও ফুটবলারদের বিশ্রাম দেননি ফেরান্দো। শুক্রবার বিকেলেই মাঠে নেমে পড়েন তিরি, লিস্টন কোলাসোরা। বৃহস্পতিবারের ম্যাচে গোল করা রয় কৃষ্ণাও সতর্ক থাকছেন জামশেদপুর ম্যাচকে নিয়ে। সোমবারের ম্যাচই কার্যত ফাইনাল সবুজ-মেরুন ব্রিগেডের কাছে। তবে একই সঙ্গে আজকের জামশেদপুর-ওড়িশা ম্যাচেও চোখ রাখছেন ফেরান্দোরা। চিমারা হারলে সুবিধে বাগানেরই। নাহলে শেষ ম্যাচ ড্র করলেও লিগের শীর্ষে শেষ করবে জামশেদপুর এফসি (Jamshedpur FC)।
এটিকে মোহনবাগানের সুপারস্টার রয় কৃষ্ণা বলেন, ‘চেন্নাইয়িন ভালো দল। ওদের হারানো মোটেই সহজ ছিল না। প্লে অফে উঠলেও শীর্ষস্থানই আমাদের পাখির চোখ। ফোকাস ধরে রাখতে হবে। এই আত্মবিশ্বাস নিয়েই সোমবার ওদের বিরুদ্ধে মাঠে নামতে চাই।’ অনেকদিন গোলের মধ্যে ছিলেন না রয়। সে প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার উপর গোলের জন্য কোনও চাপ ছিল না। গোল পেয়েছি, অবশ্যই ভালো লাগছে। তবে এটা আমার একার কৃতিত্ব নয়। দলগত সাফল্যের কৃতিত্ব দেব। পরপর দুটো ম্যাচে গোল অক্ষত রাখতে পেরেছি আমরা। এই ধারাবাহিকতা দেখাতে হবে। সমর্থকরা চাইছিলেন আমরা প্লে অফে যাই। সেটা হয়েছে। এ বার ফাইনালে ভালো খেলাই লক্ষ্য।’
বাগানের নির্ভরযোগ্য ডিফেন্ডার প্রীতম কোটাল বলেন, ‘গত মরসুমেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। গতবার অনেক তাড়াহুড়ো করে অতিরিক্ত চাপ নিয়েছিলাম। এবার তা করতে চাই না। নিজেদের খেলাটা খেলতে হবে। অপেক্ষা করতে হবে গোলের জন্য। বল পজেশন থেকে পাসিং ফুটবল- দুটো ক্ষেত্রেই আমাদের অনেক উন্নতি হয়েছে। দলের আত্মবিশ্বাসও বেড়েছে। রক্ষণ এখন আগের চেয়ে অনেক সংগঠিত। জামশেদপুরের বিরুদ্ধে আমাদের স্ট্র্যাটেজি পুরো আলাদা হবে। ওরা লং বলে খেলে। বাঁ-দিকটা খুব ভালো। পাল্টা আক্রমণ আর সেট পিসে গোল করতে দক্ষ জামশেদপুর। আমাদের দলে রয় কৃষ্ণা ফেরায় দল অনেক মজবুত হয়েছে। ও থাকা মানে বিপক্ষের রক্ষণ চাপে থাকবে।’
আরও পড়ুন: Russia-Ukraine Conflict: ফিফার ফতোয়ার বিরুদ্ধে ক্রীড়া আদালতে আবেদন করতে চলেছে রাশিয়া