শেন ওয়ার্ন।
ছবি: টুইটার
অভিষেক সেনগুপ্ত
৪০ হাজারেরও বেশি বল করেছেন টেস্টে। প্রথম শ্রেণির ক্রিকেট ধরলে প্রায় ৭৫ হাজার। মাত্র একটা বল তাঁকে শতাব্দীর সেরার তাকমা দিয়েছিল। মাইক গ্যাটিংকে বোল্ড করা সেই আশ্চর্য বল! এমন গোপন ঘূর্ণি থাকতে পারে কোনও লেগস্পিনারের? এ নিয়ে চিরকাল আলোচনা হয়েছে। গবেষণা হয়তো শুরু হবে এ বার। সোনালি চুল আর ঠোঁটে জিঙ্ক অক্সাইড লাগিয়ে রানআপে হাঁটতেন তিনি। দুলকি চালে হাঁটতে হাঁটতে বোলিং মার্কের দিকে আসা। ডেলিভারির মুখে হঠাৎই পাল্টে যেত সব। অপাঠ্য, দুর্বোধ্য কিছু বেরিয়ে আসত তাঁর হাত থেকে। ক্রিকেট বিশ্বকে সেটাই চমকে দিত বারবার। সেই শেন ওয়ার্নই কিনা শুক্রবার সন্ধেয় হঠাৎই মারা গেলেন। মাত্র ৫২ বছর বয়সে। তাইল্যান্ডে নিজের ভিলাতেই ছুটি কাটাতে গিয়েছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই মারা যান বিশ্বের অন্যতম সেরা লেগস্পিনার। চিকিৎসকরা চেষ্টা করেছিলেন। কিন্তু কোনও চেষ্টাতেই আর সাড়া দেননি তিনি। স্পিনের ছোবলে, গুগলির চকিত টার্নে যে ভাবে চিরকাল চমকে দিয়েছেন ওয়ার্ন, ঠিক সে ভাবেই চলে গেলেন তিনি।
বিস্তারিত আসছে…