ভারত- ৫৭৪/৮ ডিক্লেয়ার (জাদেজা ১৭৫, পন্থ ৯৬)
শ্রীলঙ্কা ১০৮-৪
দ্বিতীয় দিনের শেষে ৪৬৬ রানে এগিয়ে ভারত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম দিন যে কাজটি শুরু করেছিলেন ঋষভ পন্থ, মোহালি টেস্টের দ্বিতীয় দিন সেটিকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন রবীন্দ্র জাদেজা। এদিন নিজের কেরিয়ারের সর্বোচ্চ স্কোরটি করে ফেললেন টিম ইন্ডিয়ার রকস্টার। ভাঙলেন কিংবদন্তি কপিলদেবের ৩৫ বছরের পুরনো রেকর্ড। জাদেজার এই বিরাট কীর্তিতে প্রথম ইনিংসে পাহাড়প্রমাণ স্কোর খাড়া করল ভারত। যার জবাব দিতে গিয়ে শ্রীলঙ্কার আবার নাস্তানাবুদ অবস্থা।
৬ উইকেটের বিনিময়ে ৩৫৭। প্রথম দিনের শেষে এই ছিল ভারতের স্কোর। সেখান থেকে এদিন শুরুটা দুর্দান্ত করেন জাদেজা এবং অশ্বিন। মোহালিতে টেস্টের দ্বিতীয় দিন কেরিয়ারের দ্বিতীয় শতরান করে জাদেজা। ভাল সঙ্গ দিয়েও শর্ট বলে ক্যাচ তুলে আউট হলেন অশ্বিন। ৬১ রানে ফেরেন তিনি। অশ্বিন আউট হলেও জাদেজা শ্রীলঙ্কার বোলারদের প্রতি কোনওরকম দয়াদাক্ষিণ্য দেখাননি। দ্রুত দেড়শো রানের গণ্ডিও পেরিয়ে যান তিনি। জাদেজা যখন ১৭৫ রানে ব্যাট করছিলেন তখনই ইনিংস ঘোষণা করে দেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সেসময় ভারতের স্কোর ছিল ৫৭৪/৮। যা নিয়ে রোহিতের সমালোচনাও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সমর্থকদের দাবি, ইনিংস ঘোষণা না করলে নিশ্চিত দ্বিশতরান করতে পারতেন জাদেজা।
ভারতের ৫৭৪ রানের বিশাল রানের মোকাবিলা করতে গিয়ে শুরু থেকেই বিরাট চাপে শ্রীলঙ্কা। দিনের শেষে তাঁদের স্কোর ১০৮ রানে চার উইকেট। ভারতের হয়ে দুটি উইকেট পেয়েছেন অশ্বিন। একটি করে উইকেট পেয়েছেন জাদেজা এবিং বুমরাহ। দিনের শেষে ভারত এগিয়ে ৪৬৬ রানে।
এদিন অজি কিংবদন্তি ওয়ার্নকে (Shane Warne) শ্রদ্ধা জানিয়ে শুরু বল গড়ায় মাঠে। শ্রদ্ধাজ্ঞাপন করা হয় প্রয়াত অজি তারকা রডনি মার্শকেও। ওয়ার্নকে সম্মান জানাতে ক্রিকেটাররা আজ কালো আর্ম ব্যান্ড পরে খেলতে নামেন। সেই সঙ্গে এক মিনিটের নীরবতাও পালন করা হয়।