রবীন্দ্র জাডেজা।
ছবি: টুইটার
মোহালি: টেস্ট কেরিয়ারের দ্বিতীয় শতরান রবীন্দ্র জাডেজার। সাত নম্বরে ব্যাট করতে নেমে কপিল দেবের (Kapil Dev) পুরনো রেকর্ডও ভেঙে দিলেন জাড্ডু। অপরাজিত ১৭৫ রানের দুরন্ত ইনিংস জাডেজার (Ravindra Jadeja)। তাঁর ব্যাটিং বিক্রমেই মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে চালকের আসনে ভারতীয় দল। টি-টোয়েন্টি হোক আর ওয়ান ডে, ম্যাচ জেতার জন্য সেরা বাজি তিনি। ইদানীং টেস্টেও দারুণ সফল। অলরাউন্ডারের কাজই হল টিম যখন চাপে, তখন একটা দিক আগলে রাখা। শুধু তাই নয়, টিমকে বিপদসীমা পার করার সঙ্গে সঙ্গে খানিকটা রানও দিয়ে যাওয়া। অলরাউন্ডারের যাবতীয় শর্তপূরণ করছেন জাডেজা। তাঁর নাছোড় মানসিকতার জন্যই শ্রীলঙ্কার (India vs Sri Lanka) বিরুদ্ধে নট আউট ১৭৫ রানের ইনিংস খেলে গেলেন। বলা ভালো, জাডেজাই ভারতকে প্রথম টেস্টের দ্বিতীয় দিনই জয়ের স্বপ্ন দেখিয়ে দিলেন।
ম্যাচের পর জাডেজা বলেন, ‘খুবই ভালো লাগছে। ঋষভ খুব ভালো খেলেছে। ও বোলারদের শাসন করেছে। নন স্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে আমি ওর ব্যাটিং উপভোগ করেছি।’ জাডেজা যোগ করে বলেন, ‘সময় নিয়েই ব্যাটিং করি। একটা সময় নিজেকে শান্ত রাখি। ঋষভের সঙ্গে জুটি বেঁধে শুরুতে দলের স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যাই। পরে অশ্বিনের সঙ্গে সেই কাজটাই করি। শান্ত থেকেই সাধারণ ক্রিকেট খেলতে থাকি। অশ্বিনের সঙ্গে বোলিং করতে যেমন ভালো লাগে, তেমনই ব্যাটিং করতেও খুব ভালো লাগে। এটা দলগত সংহতির ফল। একজন কখনও একছত্র দাপট দেখাতে পারে না।’
দ্বিতীয় দিনেই জয়ের স্বপ্ন উঁকি দিচ্ছে ভারতীয় শিবিরে। ভারতের পাহাড়প্রমাণ রানের সামনে বেকায়দায় শ্রীলঙ্কা। জাডেজা বলেন, ‘ম্যাচ যত এগোবে, উইকেটে বল তত টার্ন করবে। মাঝেমধ্যে বল নীচুও হয়ে যাচ্ছে। উইকেট টু উইকেট বল করাই আমাদের লক্ষ্য।’
আরও পড়ুন: India vs Sri Lanka: মোহালিতে দ্বিতীয় দিনই চালকের আসনে ভারত