ICC Women World Cup 2022: ফিটনেস মন্ত্রে পাকিস্তান ম্যাচে বিস্ফোরণ বাংলার ঝুলনের


মেয়েদের বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১০৭ রানে হারাল ভারত

ভারত ২৪৪-৭ (৫০ ওভার)

পাকিস্তান ১৩৭ (৪৩ ওভার)

১০৭ রানে জয়ী ভারত

মাউন্ট মাউঙ্গানুই: আর কয়েকমাস পর ৪০-এ পা দেবেন… মেয়েদের কথা তো ছেড়ে দিন, ছেলেদের ক্রিকেটেও ৪০-এ কেউ আন্তর্জাতিক আঙিনায় আগুন ঝরাচ্ছেন এমন নাম সচরাচর মিলবে না। এই কারণেই হয়তো ঝুলন গোস্বামী ক্রিকেটের ‘আইডল’। একে মেয়েদের বিশ্বকাপ, তার ওপর পাকিস্তান ম্যাচ। এই রকম একটা উত্তেজক যুদ্ধে বাংলার ঝুলন গোস্বামী আরও একবার প্রমাণ করলেন বয়স তাঁর কাছে শুধুই সংখ্যা। আর যদি সংখ্যা দিয়ে ভাবতে হয় ঝুলন উইকেটের সংখ্যাতেই বাঁচবেন। পাকিস্তানের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে ঝুলন ২টো উইকেট নিয়েছেন। ১০ ওভার বল করে ১টি মেডেনসহ ২৬ রান দিলেন। নিউজিল্যান্ডের মাউন্ট মাউঙ্গানুই সুইংয়ের জন্য বিখ্যাত। যতই ৪০ হোক ঝুলনের বয়স, তাঁর বোলিং দেখে মনে হল ৪০ নয়, তাঁর বয়স হয়তো ২৪। ঝুলনের সুইং ও পেসের চমৎকার মিশ্রণ ধরতেই পারলেন না পাকিস্তানি ক্রিকেটাররা।

রবিবাসরীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে (Pakiatan) হারিয়ে কাপযাত্রা শুরু করল মিতালি রাজের ভারত (India)। বাবর আজমের পাকিস্তান গত বছরের কুড়ি-বিশের বিশ্বকাপে ভারতকে হারিয়ে যে অঘটনটা ঘটিয়েছিল, তা করতে পারল না বিসমা মারুফের দল।

বিস্তারিত আসছে…

Leave a Reply