Cristiano Ronaldo: সিটির কাছে হারের মধ্যে তীব্র বিতর্কে রোনাল্ডো (Pic Courtesy- Twitter)
লন্ডন: ‘ঘরে ফেরা’ বোধহয় খুব একটা সুখকর হচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। একের পর এক বিতর্কে জেরবার তিনি। তার উপর খুব একটা গোলের মধ্যে নেই। যা চাপ বাড়িয়ে দিচ্ছে সিআর সেভেনের। ৩৭ বছরের রোনাল্ডোর বিরুদ্ধে এ বার নতুন অভিযোগ। তাঁর পেশাদারিত্ব ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) একাংশ। স্পষ্ট বক্তব্য, ম্যাঞ্চেস্টার ডার্বিতে শুরু থেকে তাঁকে খেলানো হবে না জানতে পেরে টিম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। শুধু তাই নয়, পর্তুগালে নিজের বাড়িতে চলে গিয়েছেন। এই খবর কিছুটা হলেও চাপে ফেলে দিচ্ছে রোনাল্ডোকে। কেরিয়ারে কখনও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন ওঠেনি তাঁর। যে টিমের হয়েই খেলুন না কেন, দেশ হোক আর ক্লাব, বরাবর সেরাটাই দিয়েছেন। সেই রোনাল্ডোই এখন ব্রিটিশ মিডিয়ার টার্গেট।
ম্যাঞ্চেস্টার সিটির কাছে ইপিএলের ম্য়াচে ১-৪ হেরে গিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রোনাল্ডো না থাকায় টিম সে ভাবে খেলতে পারেনি। রেড ডেভিলদের অন্তর্বর্তীকালীন কোচ রাল্ফ রাগনিক নতুন ফর্মেশনে টিম খেলাতে চেয়েছিলেন। আর তাই শুরুতে রোনাল্ডোকে বেঞ্চে বসানোর ভাবনা ছিল। যা জানতে পেরে কোচের সঙ্গে তাঁর স্ট্র্যাটেজি নিয়ে পাল্টা প্রশ্ন তুলে দিয়েছিলেন তিনি। তীব্র ক্ষোভও প্রকাশ করেছিলেন। তাই বলে তিনি যে টিমে যোগ দেবেন না, ম্য়া থেকে সরিয়ে নেবেন নিজেকে, কেউই ভাবেনি। ইংল্য়ান্ডের একটি নামী কাগজের খবর অনুযায়ী, টিমের সতীর্থরা ম্যাঞ্চেস্টার ডার্বি খেলার জন্য় হোটেলে চেক-ইন করার সময় রোনাল্ডোকে না দেখতে পেয়ে বেশ অবাক হয়েছিলেন। তিনি চোটের কারণে টিম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, তা জানতে পেরে আরও অবাক হয়ে যান। তাঁর মতো চূড়ান্ত পেশাদার ফুটবলার কী ভাবে নিজের দায়বদ্ধতার কথা ভুলে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।
এতে শেষ নয়, রোনাল্ডো যে এই ম্যাচ খেলবেন না, তা নাকি জানতেন না কোচ রাগনিকও। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচও তাঁর মনোভাবে বেশ আশ্চর্য হয়ে যান। শোনা যাচ্ছে, রাগনিক খোঁজ নিয়ে জানতে পারেন, সিআর সেভেনের নাকি হিপ জয়েন্টে ইনজুরি রয়েছে। প্রশ্ন হল, ব্রিটিশ কাগজগুলোর প্রশ্ন, চোটই যদি থাকবে, তা হলে কোচকে কেন জানাননি রোনাল্ডো?
ম্যাঞ্চেস্টার ডার্বি হারের ফলে লিগ টেবলের প্রথম চার থেকে নেমে গিয়েছে রোনাল্ডোর টিম। আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগ খেলতে হলে প্রথম চারে থাকতেই হবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। রোনাল্ডোও তা খুব ভালো করে জানেন। কেউ কেউ অবশ্য় বলছেন, এক যুগ পর পুরনো ক্লাবে ফিরে খুব একটা খুশি নন সিআর সেভেন। মানিয়ে নিতেও সমস্য়া হচ্ছে তাঁর। কোচেদের সঙ্গে যে কারণে ঝামেলায় জড়িয়ে পড়ছেন তিনি।
আরও পড়ুন: Premier League: ম্যাঞ্চেস্টার ডার্বিতে সিটির কাছে হার রেড ডেভিলসদের