ICC Women World Cup 2022: পাক অধিনায়কের বন্দনায় ভারতীয় ওপেনার


বিসমা মারুফ।
ছবি: টুইটার

বে ওভাল: শনিবার মেয়েদের বিশ্বকাপে (ICC Women World Cup 2022) ভারত-পাকিস্তান ম্যাচে সব নজর কেড়ে নিয়েছেন একজনই। একরত্তি ফাতিমা। বিসমা মারুফের (Bismah Maroof) ছোট্ট মেয়ে। একরত্তিকে নিয়েই বিশ্বকাপ খেলতে এসেছেন পাক অধিনায়ক। ম্যাচের পর ছোট্ট ফাতিমার সঙ্গে খেলা করেন স্মৃতি মান্ধানা, রিচা ঘোষরা। ভারত-পাকিস্তান মিলেমিশে এক হয়ে যায়। ছোট্ট মেয়েকে হোটেলে ফেলে মাঠে নামা মুসকিল। তাই মেয়েকে কোলে নিয়েই নামলেন টিম বাস থেকে। কিট ব্যাগের সঙ্গে সন্তানকে কোলে নিয়ে মাঠে ঢোকার এমন ছবি ভাইরাল। মাঠে যতক্ষণ ছিলেন, ততক্ষণ সতীর্থরাই সামলেছেন কোলের শিশুকে। পাক অধিনায়ক প্রত্যেক নারীর অনুপ্রেরণা হয়ে থাকলেন। সংসার সামলেও মাঠে নামা যায়, খেলা যায়।

পাক অধিনায়ক বিসমার প্রশংসায় ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা। সন্তান প্রসবের কয়েক মাস পরই ক্রিকেটে ফিরে আসেন বিসমা। ফিটনেস অনুশীলনেও নিজেকে উচ্চ পর্যায়ে নিয়ে যান। আর এখানেই পাক অধিনায়ককে বন্দনায় ভরিয়েছেন স্মৃতি। ইনস্টাগ্রামে ভারতের ওপেনার বলেন, ‘সন্তান প্রসবের ৬ মাসের মধ্যে ফিরে এসেই আন্তর্জাতিক ম্যাচ খেলছে। বিসমা মারুফ প্রত্যেকের অনুপ্রেরণা। ছোট্ট ফাতিমাকে অনেক অনেক আদর আর ভালোবাসা। আমি আশা করব, ও তোমার মতোই ব্যাট হাতে ধরবে। কারণ বাঁ-হাতিরা সবসময়ই স্পেশাল হয়ে থাকে।’

ম্যাচে পাকিস্তানকে ১০৭ রানে হারায় ভারত। প্রথমে ব্যাট করে ২৪৪ রান করে ভারতের মেয়েরা। স্মৃতি মান্ধানা ৫২ রান করেন। পাকিস্তানের ইনিংস শেষ হয় ১৩৭ রানে।

আরও পড়ুন: ICC Women World Cup 2022: বাইশ গজের মাসি-পিসি

Leave a Reply