ওয়ার্নের অটোপসি রিপোর্ট।
ছবি: টুইটার
ব্যাংকক: আচমকাই বিশ্বকে অবাক করে দিয়ে চলে যান শেন ওয়ার্ন (Shane Warne)। যে মানুষটা সকালে রড মার্শের মৃত্যু সংবাদ পেয়ে শোক জ্ঞাপন করলেন মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তিনি আর নেই। প্রাথমিক ভাবে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় ওয়ার্নের। সেই রিপোর্টেই শিলমোহর দেন ডাক্তাররা। কিন্তু প্রশ্ন যে তাতে একেবারে ওয়ার্নের ঘূর্ণীর মত দিক বদলে ফেলেছিল তেমনটা বলা যাবে না। ধিকি ধিকি হলেও প্রশ্নর আগুনটা জ্বলছিল। ঠিক কি ঘটেছিল তাইল্যান্ডের (Thailand) প্রাইভেট ভিলার ঘরে। অস্ট্রেলিয়ার (Australia প্রাক্তন তারকার মৃত্যু কি সত্যিই হার্ট অ্যাটাক নাকি অন্য কিছু? রবিবার থাইল্যান্ড প্রশাসন জানিয়ে দেয় অটোপসি ছাড়া ওয়ার্নের মৃতদেহ ছাড়বেন না তাঁরা। সেই মতো রবিবারই ময়নাতদন্ত করা হয় ওয়ার্নের মৃতদেহের। আর এই সবের মাঝেই থাইল্যান্ডের সংবাদ মাধ্যেমের খবর ওয়ার্নের হোটেলের ঘরে রক্তের দাগ পাওয়া গেছে। রক্তের দাগ পাওয়া গেছে টাওয়ালেও। রিপোর্টে ঠিক কী উল্লেখ করা হয়েছে?
স্বাভাবিক মৃত্যুই হয়েছে শেন ওয়ার্নের। অটোপসি রিপোর্ট হাতে পাওয়ার পরই তা জানিয়ে দিল তাইল্যান্ড পুলিশ। ওয়ার্নের পরিবারের হাতেও সেই রিপোর্ট তুলে দেওয়া হয়েছে। কিংবদন্তি লেগস্পিনারের পরিবার সেই রিপোর্ট মেনে নিয়েছে। অস্ট্রেলিয়ার কনসুলার অফিসিয়ালসদের হাতে ওয়ার্নের মরদেহ তুলে দিয়েছে তাইল্যান্ডের পুলিশ। সেখান থেকেই ওয়ার্নের পরিবারের হাতে দেওয়া হবে তাঁর মরদেহ।
রাষ্ট্রীয় মর্যাদায় শেন ওয়ার্নের শেষকৃত্য সম্পন্ন হবে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে ওয়ার্নকে শেষ বারের মতো দেখতে পারবেন অনুরাগীরা। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের বাইরে শেন ওয়ার্নের মূর্তিতে শেষ শ্রদ্ধা জানান অনেকে। ক্রিকেটের পাশাপাশি বিয়ার ও সিগারেট ছিল তাঁর প্রিয়। অনুগামীদের অনেকেই তাই লাল ক্রিকেট বলের পাশাপাশি বিয়ারের ক্যান ও সিগারেটের প্যাকেট রেখে আসেন মূর্তির পাশে।
আরও পড়ুন: Shane Warne: মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আইপিএল আর রাজস্থানের গল্প বলেছিলেন ওয়ার্ন