মন্ডো ডুপ্লান্টিস।
ছবি: টুইটার
বেলগ্রেদ: নিজের রেকর্ড নিজেই ভাঙলেন অলিম্পিক চ্যাম্পিয়ন পোল ভল্টার। ক্রীড়াবিশ্বে এমন নজির খুব কমজনেরই আছে, যাঁরা নিজের রেকর্ড নিজেই ভাঙে। বেলগ্রেদ ইনডোর মিটিংয়ে নিজের রেকর্ড নিজেই ভেঙে নজির গড়লেন মন্ডো ডুপ্লান্টিস। দু বছর আগে গ্লাসগোতে প্রথম রেকর্ড গড়েছিলেন এই পোল ভল্টার। পরিশ্রম আর নিষ্ঠা এমন জায়গায় নিয়ে গিয়েছেন এ বার নিজেরই সেই রেকর্ড ভেঙে দিলেন মল্ডো। সুইডেনের এই পল ভোল্টারের কীর্তি নিঃসন্দেহে এক অবিশ্বাস্য রেকর্ড হয়ে থাকল। আর কীর্তি গড়ার পরেই আনন্দে আত্মহারা সুইডিশ পল ভোল্টার। বিশ্বরেকর্ডের মানকে আরও এগিয়ে নিয়ে গেলেন মন্ডো। ২০২০ সালে গ্লাসগোতে ৬.১৮ মিটার লাফিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন সুইডেনের এই পল ভোল্টার।
২ বছর বাদে বেলগ্রেদে ৬.১৯ মিটার লাফিয়ে আগের রেকর্ডকে টপকে গেলেন। দ্বিতীয়বার বিশ্বরেকর্ড গড়ার পর মন্ডো বলেন, ‘৬.১৯ মিটার লাফানোর জন্য ৫০ বার চেষ্টা করেছিলাম। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সফল হলাম। এই উচ্চতা লাফাতে এর আগে কখনও আমাকে এত কষ্ট করতে হয়নি। সত্যিই খুব ভালো লাগছে। ২ বছর ধরে অনেক পরিশ্রম করেছি। অবশেষে আমি খুশি।’
WR!!!! #6.19 #borntofly pic.twitter.com/UghhIVutxv
— Mondo Duplantis (@mondohoss600) March 7, 2022
চলতি সিরিজে প্রথম দিকে সেভাবে সাফল্য পাচ্ছিলেন না মন্ডো। ৫.৬১, ৫.৮৫ ও ৬ মিটার লাফান প্রথম তিন প্রচেষ্টায়। তবে মঙ্গলবার প্রথম দুটো প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার পর শেষ প্রচেষ্টায় ৬.১৯ মিটার লাফান মন্ডো। আর লক্ষ্যে সফল হওয়ার পরই আনন্দে মেতে ওঠেন অলিম্পিক চ্যাম্পিয়ন পোল ভল্টার।
আরও পড়ুন: Alexander Zverev: জার্মান টেনিস তারকাকে বড়সড় শাস্তি