Published by: Sulaya Singha | Posted: March 9, 2022 5:34 pm| Updated: March 9, 2022 5:34 pm
ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণের চেষ্টা করা হয়েছে! বিহার ক্রিকেট সংস্থার প্রধানের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন এক যুবতী। ঘটনাটি গত বছর ঘটলেও গতকাল, সোমবার অভিযুক্তর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন নির্যাতিতা।
কীভাবে ঘটল এই ঘটনা? অভিযোগকারিনী জানিয়েছেন, তিনি এক বিজ্ঞাপনী সংস্থার ডিরেক্টর। গত বছর জুলাই মাসে দিল্লিতে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Bihar Cricket Association) কার্যকরী সভাপতি রাকেশ তিওয়ারির সঙ্গে দেখা করে করেছিলেন তিনি। বকেয়া অর্থ নিতেই সেই সাক্ষাৎ। অভিযোগ, সেই সময়ই তাঁকে যৌন হেনস্তা এবং ধর্ষণের চেষ্টা করেন রাকেশ তিওয়ারি। পুলিশ জানিয়েছে, ওই যুবতী গত রবিবার থানায় এ ব্যাপারে অভিযোগ জানিয়েছিলেন। আর পরের দিন তিনি এফআইআর দায়ের করেন।
[আরও পড়ুন: বিশ্বক্রিকেটে নিয়ম বদল, বিতর্কিত ‘মানকাডিং’ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল MCC]
অভিযোগপত্রে যুবতী উল্লেখ করেছেন, গত বছর মার্চে একটি টুর্নামেন্টে বিজ্ঞাপনের জন্য তাঁর সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলেন রাকেশ তিওয়ারি। চুক্তি মতো সব কাজ হয়েও গিয়েছিল। কিন্তু তারপরও বকেয়া মেটাচ্ছিলেন না তিনি। সেই কারণেই রাকেশ গত ১২ জুলাই দিল্লি এলে তাঁর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন যুবতী। অভিযোগকারিনীর কথায়, রাকেশ তাঁকে নিয়ে একটি পাঁচতারা হোটেলে যান আলোচনার জন্য। কিন্তু তাঁর অভিসন্ধি টেরও পাননি যুবতী। সেখানেই নাকি শ্লীলতাহানির শিকার হন তিনি।
অভিযোগ পাওয়ার পর গোটা বিষয়টির তদন্তে নেমেছে পার্লামেন্ট স্ট্রিট থানার পুলিশ। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত রাকেশ তিওয়ারির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জানা যাচ্ছে, ক্রিকেট প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। তাই এই হাই প্রোফাইল মামলাটি অত্যন্ত সংবেদনশীল ভাবে খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু যুবতী কেন অভিযোগ জানাতে এত দেরি করলেন, তা জানা যায়নি। তবে এমন ঘটনায় ক্রিকেট সংস্থার প্রধানের নাম জড়ানোয় তৈরি হয়েছে বিতর্ক।
[আরও পড়ুন: বিধানসভায় রাজ্যপালের ভাষণে বাধা দেওয়ার ‘শাস্তি’, চলতি অধিবেশনে নির্বাসিত ২ বিজেপি বিধায়ক]
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ