ICC Women World Cup 2022: বাজপাখির মতো ছোঁ মেরে দুরন্ত ক্যাচ ডট্টিনের, দেখুন ভিডিও
ডানেডিন: নিউজিল্যান্ডের (New Zealand) মাটিতে চলছে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ (ICC Women World Cup 2022)। টুর্নামেন্টের সপ্তম ম্যাচে ইংল্যান্ডকে (England) ৭ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজের (West Indies) মহিলারা। ইউনিভার্সিটি ওভালে এ দিন টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক স্টেফানি টেলর। প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ২২৫ রান তোলেন শেমাইন ক্যাম্পবেলরা। দলগত পারফরম্যান্সে ভর করেই হেথার নাইটের দলকে হারাল ক্যারিবিয়ানরা।
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২২৬ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালো করার চেষ্টা করেছিল ইংল্যান্ড। কিন্তু নবম ওভারে শামিলিয়া কনেলের প্রথম বলেই কাট শট খেলেন ইংলিশ ওপেনার লরেন উইনফিল্ড হিল (Lauren Winfield-Hill,)। সেই বল হাওয়ায় ভেসে পয়েন্টের দিকে গেলে সেখানে ফিল্ডিংয়ে থাকা দিয়েন্ড্রা ডট্টিন (Deandra Dottin) বাঁ দিকে শূন্য ঝাঁপ দেন। উড়ন্ত বাজপাখির মতো ছোঁ মেরে একহাতে ক্যাচ ধরেন ডট্টিন। ফলে ১৬ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন উইনফিল্ড-হিল।
আইসিসির তরফ থেকে ডট্টিনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখা হয়, “কী দুর্দান্ত ক্যাচ। টুর্নামেন্টের সেরা ক্যাচের দাবিদার।”
দেখুন ডট্টিনের ক্যাচের ভিডিওটি-
WHAT. A. CATCH! ?
A contender for catch of the tournament! ?#CWC22
— ICC (@ICC) March 9, 2022
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর, ডট্টিনের ক্যাচের প্রশংসা করেন। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলকে শুভেচ্ছাও জানান।
Congratulations West Indies women on an incredible win ?? Not for nothing they say catches win matches. This catch from Deandra Dottin will take some beating! #WIvENG #CWC22 pic.twitter.com/6rkKJ7xI98
— Wasim Jaffer (@WasimJaffer14) March 9, 2022
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ডট্টিনের উড়ন্ত অবস্থায় এই একহাতে নেওয়া এই ক্যাচের ভিডিও। এই ক্যাচ নেওয়ার পাশাপাশি ক্যারিবিয়ানদের ইনিংসের সময় ডট্টিন গুরুত্বপূর্ণ ৩১ রান করেন।
Watching this on repeat! What a gun catch by Deandra Dottin ?? #CWC22 pic.twitter.com/6TbydMsTba
— EEMS #CWC22 (@NaeemahBenjamin) March 9, 2022
উইনফিল্ড-হিলের উইকেট হারানোর পর ইংল্যান্ডের মিডল অর্ডারে ধ্বস নামে। ৫ রানের মাথায় আউট হন ক্যাপ্টেন হেথার নাইট। ক্যারিবিয়ান বোলারদের সামনে ব্যাট হাতে ব্যর্থ হন ন্যাট সাইভার (২) ও অ্যামি জোন্স (১)। ইংলিশ ওপেনার টমি বিউমন্ট (৪৬), এবং মিডল অর্ডারে সোফিয়া ডাঙ্কলি (৩৮) ও ডানি ওয়াট (৩৩) জুটি দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করলেও শেষ অবধি ক্যারিবিয়ানদের কাছে ৪৭.৪ ওভারের মাথায় ২১৮ রানে থেমে যেতে হল।
আরও পড়ুন: ICC Women World Cup 2022: পাক অধিনায়কের বন্দনায় ভারতীয় ওপেনার
আরও পড়ুন: IPL 2022: আইপিএল শুরুর আগেই বড় ধাক্কার মুখে দিল্লি ক্যাপিটালস
আরও পড়ুন: IPL 2022: রাবাডা-নর্টজেদের আইপিএলে পেতে গ্রেম স্মিথের কাছে দরবার বিসিসিআইয়ের