Cheteswar Pujara: ইংল্যান্ডের পথে চেতেশ্বর পূজারা


নতুন ইনিংসের জন্য তৈরি চেতেশ্বর পূজারা। Pics Courtesy: Twitter

মুম্বই: ভারতীয় টেস্ট দল থেকে বাদ পরেছেন। রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) তাঁর দল সৌরাষ্ট্র পরের পর্বে যেতে ব্যর্থ। আইপিএলেও কোনও দলে সুযোগ পাননি। সব মিলিয়ে ব্যাট-গ্লাভস তুলে রাখার মত অবস্থায় এসে দাঁড়িয়েছিলেন ভারতীয় টেস্ট দলের ক্রিকেটার চেতেশ্বর পূজারা (Cheteswar Pujara)। দেশের মাঠে আর ক্রিকেট খেলার সুযোগ নেই তাঁরা সামনে। এই অবস্থায় ভারত ছেড়ে ইংল্যান্ডের পথে পূজি। আগামী ইংলিশ সামারে কাউন্টি দল সাসেক্সের (Sussex) হয়ে খেলবেন তিনি। অস্ট্রেলিয়ার ক্রিকেটার ট্রেভিস হেডের (Travis Head) বদলে পূজারাকে দলে নিয়েছে সাসেক্স। ইংল্যান্ড কাউন্টি দলের হয়ে প্রথম শ্রেণীর ম্যাচ ও লিস্ট এ ম্যাচ খেলবেন পূজারা। সাসেক্স যেমন টুইট করে এই খবর জানিয়েছে, তেমনই নিজেও টুইট করে ইংল্যান্ড যাওয়ার কথা জানিয়েছেন পূজারা।

এই বছর মাত্র তিনটি টেস্ট ম্যাচ খেলবে ভারত। তার মধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ। যার মধ্যে একটি ম্যাচ ইতিমধ্যেই হয়ে গেছে। ১২ তারিখ থেকে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। এরপর ইংল্যান্ডে একটি টেস্ট খেলবে ভারত। পূজারা কাউন্টি ক্রিকেটে (county cricket) ভাল পারফর্ম করতে পারলে ইংল্যান্ডের একটি মাত্র টেস্টের দলে সুযোগ পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এপ্রিলের ৭ তারিখ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের মরসুম। ১৪ তারিখ প্রথম ম্যাচ খেলতে নামছে সাসেক্স। প্রতিপক্ষ এসেক্স। এপ্রিল থেকে জুলাই। বেশ কিছুটা সময় পূজারা পাবেন নিজেকে প্রমাণ করার জন্য।

এর আগেও কাউন্টি ক্রিকেট খেলেছেন পূজারা। ইয়র্কশায়ার, নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেছেন পূজারা। আবার ইংল্যান্ডে খেলার সুযোগ পেয়ে খুশি ভারতীয় ক্রিকেটার। নিজের সোস্যাল মিডিয়ায় লিখেছেন, “বহু বছর ধরেই ইংল্যান্ডের পরিবেশে ক্রিকেট খেলা উপভোগ করেছি আমি। তাই এবারও মুখিয়ে আছি নিজেকে প্রমাণ করার জন্য।” ক্রিকেট মহলের মতে পূজারার সামনে এটা একটা বড় সুযোগ আবার জাতীয় দলে নিজের জায়গা ফিরে পাওয়ার। জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট। পূজারা ফর্মে থাকলে নিশ্চিত ভাবেই তাঁকে দলে ফিরিয়ে নেওয়ার কথা ভাববেন রোহিত-রাহুলরা। কারণ পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে সবার থেকেই এগিয়ে থাকবেন পূজি।

আরও পড়ুন : MCC New Law: মাঁকড়ীয় আউটকে রান আউটে বদলানোয় খুশি সচিন



Leave a Reply