ICC Women World Cup 2022: কিউয়িদের বিরুদ্ধে হারের কোন কারণ তুলে ধরলেন ভারত অধিনায়ক মিতালি?


ICC Women World Cup 2022: কিউয়িদের বিরুদ্ধে হারের কোন কারণ তুলে ধরলেন ভারত অধিনায়ক মিতালি?

হ্যামিল্টন: নিউজিল্যান্ডের (New Zealand) কাছে বিশ্বকাপের (ICC Women World Cup 2022) দ্বিতীয় ম্যাচে ৬২ রানে হেরেছে ভারত(India)। মিতালি রাজের (Mithali Raj) ডেপুটি হরমনপ্রীত কৌর (৭১) আজ কিউয়িদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা করেছিলেন। কিন্তু সফল হননি। ভারতের হারের পর টিম ইন্ডিয়ার অধিনায়ক খোলাখুলি বললেন দলের হারের কারণ। কোনও রাখঢাক না করেই মিতালি জানালেন, বোলাররা তাঁদের কাজটা ঠিকমতো করে দিলেও, ব্যাটাররা নিজেদের দায়িত্বটা পালন করতে পারছেন না। আর যার ফলে হারতে হচ্ছে দলকে। শুরুতে কিউয়িদের ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন মিতালি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬০ রানের টার্গেট দিয়েছিলেন অ্যামি স্যাটারওয়েথরা। কিন্তু রান তাড়া করতে নেমে ১৯৮-এ শেষ হয়ে যায় ভারতের ইনিংস।

বোলারদের প্রশংসা করলেও ব্যাটারদের বাড়তি দায়িত্ব পালন করার কথা মনে করিয়ে দিচ্ছেন মিতালি। ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিতালি বলেন, “আমাদের বোলাররা আজ ভালো খেলেছে এবং আগেও ওরা ভালো বল করেছে। আজ শুরুতেই উইকেট পাওয়ার পর যেভাবে ওরা পার্টনারশিপ গড়েছিল, আমি তো ভেবেছিলাম ওরা ২৭০-২৮০ মতো রান তুলে ফেলবে। আমরা মনে করেছিলাম এই রানটা তাড়া করতে পারব। তবে আমরা পরপর উইকেট হারিয়ে বসায় চাপটা বেড়ে যায়। রান টেনে নিয়ে যাওয়ার মতো কোনও ব্যাটার ছিল না।”

হারের জন্য কোনও অজুহাত না দিয়ে মিতালি মেনে নেন দল কোথায় ভুল করছে। তিনি বলেন, “পিচে বাউন্স ছিল। কিন্তু এই পিচে ব্যাট করাটা এতটা কঠিনও ছিল না। তবে দ্বিতীয় ইনিংসে স্লো হয়ে এসেছিল পিচ। ওদের সিমাররা সঠিক জায়গায় বল রেখেই বাউন্স আদায় করে নিয়েছে। তবে পিচ খেলার অযোগ্য কিন্তু ছিল না। আমাদের আরও ভালো ব্যাট করা উচিত ছিল। আমাদের ব্যাটারদের, বিশেষ করে টপ-মিডল অর্ডারের জ্বলে ওঠা দরকার ছিল। কারণ অন্য দল ২৫০-২৬০ রান তুলছে।”

১২ মার্চ ক্যারিবিয়ান মহিলা দলের বিরুদ্ধে তৃতীয় ম্যাচ রয়েছে স্মৃতিদের। সেই ম্যাচে কিউয়িদের বিরুদ্ধে হারের কথা ভুলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামতে হবে ভারতকে। আর অবশ্যই ভারতের মিডল অর্ডারের সমস্যা মেটাতে হবে। আর তা না হলে বিশ্বকাপের মঞ্চে বেশিদূর এগোতে পারবে না মিতালির ভারত।

আরও পড়ুন: ICC Women World Cup 2022: নিউজিল্যান্ডের কাছে হারের দিন রেকর্ড ঝুলনের

আরও পড়ুন: ICC Women World Cup 2022: হ্যারির লড়াইয়েও কিউয়িবধ হল না ভারতের

আরও পড়ুন: IPL 2022: আইপিএলে স্পনসরের রেকর্ড বিসিসিআইয়ের



Leave a Reply