ICC Women World Cup 2022: হ্যারির লড়াইয়েও কিউয়িবধ হল না ভারতের
সেডন পার্ক: পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ (ICC Women World Cup 2022) যাত্রা শুরু করেছিল মিতালি রাজের ভারত (India)। কিন্তু দ্বিতীয় ম্যাচেই আবার চেনা ছবি। পাকিস্তান ভারতের কাছে যতটা সহজ প্রতিপক্ষ, ততটা সহজ কিন্তু নয় নিউজিল্যান্ড (New Zealand)। আর তাই শুরু থেকেই কিউয়িরা চেপে ধরেছিল মিতালিদের। ঘুরে ফিরে সেই ভারতের সমস্যার জায়গাটা আরও স্পষ্ট হল আজকের ম্যাচে। মিডল অর্ডার কিন্তু বেশ ভোগাচ্ছে ভারতকে। হরমনপ্রীত আজ লড়লেন, কিন্তু দলকে জেতাতে পারলেন না। যার ফলে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই হারের মুখ দেখতে হল ঝুলনদের। টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন মিতালি। প্রথমে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ২৬০ রান তুলেছিল কিউয়িরা। রান তাড়া করতে নেমে ৪৬.৪ ওভারে ১৯৮ তুলে থেমে যায় ভারতীয় মহিলা দল।
#TeamNewZealand beat #TeamIndia by 62 runs and register their second win in #CWC22 ? pic.twitter.com/JyUS1tlNuq
— ICC Cricket World Cup (@cricketworldcup) March 10, 2022
বিস্তারিত আসছে…