পদন্নতি দলের ফিজিও নীতিন প্যাটেলের। Pics Courtesy: Twitter
বেঙ্গালুরু: কাল থেকে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা (India vs Sri Lanka) দ্বিতীয় টেস্ট। আপাত ভাবে দল সেট মনে হলেও ভারতীয় দলে চোটের সমস্যা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে টিম ম্যানেজমেন্টের জন্য। অধিনায়কের দায়িত্ব নিয়ে রোহিত শর্মা (Rohit Sharma) বলেছিলেন, ক্রিকেটারদের একটা বড় পুল তৈরি করতে চান তাঁরা। কারণ সব ধরণের ক্রিকেট মিলিয়ে সারা বছর অনেক ক্রিকেট খেলতে হয় ভারতীয় ক্রিকেটারদের। তাই চোট সমস্যা দলের মধ্যে থাকবে সেটা ধরেই রেখেছেন রোহিত শর্মা রাহুল দ্রাবিড়রা (Rahul Dravid)। কিন্তু চোট সমস্যা যাতে বড় কোনও টুর্নামেন্টে সমস্যার কারণ না হয়ে দাঁড়ায় সে দিকেই নজর রাখতে চাইছেন রাহুল। ভারতীয় টেস্ট দল এখন সেট কিন্তু সাদা বলের ক্রিকেটের একাধিক ক্রিকেটার চোট সমস্যা ভুগছেন। যেমন সূর্যকুমার যাদব, দীপক চাহার, বরুণ চক্রবর্তী, ভুবনেশ্বর কুমার। চোট পাওয়া ক্রিকেটারদের অনেকেই ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রি-হ্যাবের মধ্যে আছেন। পাশাপাশি এনসিএতে চোট মুক্ত হওয়ার লড়াই চালাচ্ছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া।
ক্রিকেটারদের চোট মুক্তি যাতে দ্রুত হতে পারে, তার জন্য এক নতুন পরিকল্পনা নিয়েছেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। ভারতীয় দলের ফিজিও নীতিন প্যাটেলকে (Nitin Patel) ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে স্পোর্টস সায়েন্স ও মেডিসিন বিভাগের প্রধানের দায়িত্ব নেবেন নীতিন। ভারতীয় দলে এখেন দুজন ফিজিও। নীতিন প্যাটেল ও যোগেশ পারমার। রাহুল দ্রাবিড় নীতিনকে এনসিএতে পাঠিয়ে দেওয়ায় ভারতীয় দলে আরও একটান ফিজিও নিয়োগ করা হবে। পাশাপাশি নিক ওয়েব দায়িত্ব ছাড়ার পর থেকে ট্রেনার পদও ফাঁকা। সেই পদেও নতুন ট্রেনার নেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে বোর্ড।
ভারতীয় দলের ফিজিও ট্রেনাররা সরাসরি রিপোর্ট করবেন নীতিন প্যাটেলকে। ফিটনেস সমস্যা সমাধানে মোট ছটি শূন্য পদে নিযোগের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বেঙ্গালুরুতে ভারত-শ্রীলঙ্কা পিঙ্ক বল টেস্ট শেষ হওয়ার পর, রোহিতদের সংসার ছাড়বেন নীতিন। যোগ দেবেন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে।