IPL 2022: আবার আইপিএলে কামব্যাক লাসিথ মালিঙ্গার
জয়পুর: আইপিএলের (IPL) বৃত্তে ফিরতে চলেছেন শ্রীলঙ্কার প্রাক্তন তারকা পেসার লাসিথ মালিঙ্গা (Lasith Malinga)। ২০০৮ সাল থেকে আইপিএলের সব থেকে সফল দল মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত ছিলেন মালিঙ্গা। তবে ২০১৯ সালে শেষ আইপিএলে খেলেছিলেন শ্রীলঙ্কার এই তারকা ক্রিকেটার। এর পর পারিবারিক কারণ দেখিয়ে ২০২০ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেননি তিনি। এবং ২০২১ সালের নিলামের আগেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়ে দেন মালিঙ্গা। আসন্ন আইপিএলে আবার দেখা যাবে মালিঙ্গাকে। তবে মুম্বইয়ের হয়ে নয়। মালিঙ্গাকে দেখা যাবে পিঙ্ক জার্সিতে। কিন্তু ২২ গজে বল হাতে ম্যাচ খেলবেন না তিনি। বরং তিনি গাইড করবেন সঞ্জু স্যামসনের দলের বোলারদের। নয়া ভূমিকায়, নয়া দলে যাত্রা শুরু করার জন্য তৈরি মালিঙ্গা।
রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) টুইটারে আজ, শুক্রবার অফিশিয়াল ঘোষণা করা হয়েছে যে, রাজস্থানের নতুন জোরে বোলিং কোচের দায়িত্বে দেখা যাবে লাসিথ মালিঙ্গাকে। পাশাপাশি প্যাডি উপটনকে রাজস্থান নিয়োগ করল দলের নতুন ক্যাটালিস্ট হিসেবে। ৩৮ বছর বয়সী মালিঙ্গা ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে নেতৃত্ব দিয়ে দলকে ট্রফি জিতিয়েছিলেন। আইপিএলের আসন্ন মরসুমে তিনি রাজস্থানের প্রতিভাবান পেসারদের সঙ্গে কাজ করবেন। মালিঙ্গার অভিজ্ঞতা তরুণ পেসারদের আরও উদ্বুদ্ধ করবে। ১৭ বছরেরও বেশি সময় ধরে ডান হাতি ফাস্ট বোলার মালিঙ্গা তিন ফরম্যাট মিলিয়ে মোট ৩৪০টি ম্যাচে শ্রীলঙ্কার হয়ে খেলেছেন। এবং তাতে তাঁর উইকেটপ্রাপ্তি ৫৪৬টি।
*?????? ??? ????*
Lasith Malinga. IPL. Pink. ?#RoyalsFamily | #TATAIPL2022 | @ninety9sl pic.twitter.com/p6lS3PtlI3
— Rajasthan Royals (@rajasthanroyals) March 11, 2022
মালিঙ্গা রাজস্থানে পাবেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গাকারাকেও। তিনি রাজস্থানের ডিরেক্টর অব ক্রিকেট। রাজস্থানে যোগ দেওয়ার ব্যাপারে মালিঙ্গা বলেছেন, “আইপিএলে ফিরে আসা আমার জন্য একটি দুর্দান্ত অনুভূতি এবং রাজস্থান রয়্যালসে যোগদান করাটাও আমার কাছে অত্যন্ত সম্মানের। এটা এমন একটি ফ্র্যাঞ্চাইজি যা সব সময় তরুণ প্রতিভাকে প্রচার করেছে এবং তাঁদেরকে বিকশিত হওয়ার সুযোগ করে দিয়েছে। আমরা যে পেস বোলিং ইউনিট নিয়ে টুর্নামেন্টে যাচ্ছি তাতে আমি উচ্ছ্বসিত এবং সমস্ত ফাস্ট বোলারকে তাদের গেম-প্ল্যান বাস্তবায়িত করতে এবং তাদের সামগ্রিক বিকাশে সমর্থন করার জন্য আমি মুখিয়ে রয়েছি। আমি মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আইপিএলে কিছু বিশেষ স্মৃতি তৈরি করেছি। এবং এখন রয়্যালসের সঙ্গে নতুন অভিজ্ঞতার জন্য অপেক্ষা করছি এবং আশা করছি এই যাত্রায় দুর্দান্ত স্মৃতি তৈরি করব।”
মালিঙ্গার আইপিএলে ফেরার পাশাপাশি প্যাডি উপটনের রাজস্থানে কামব্যাক হল। এই দলকে তিনি ২০১৩-১৫ এবং ২০১৯ সালে কোচিং করিয়েছিলেন। এবং ২০১৩ এবং ২০১৫ সালে রাজস্থান ৪ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষও করেছিল। উপটন দলের সঙ্গে প্রথম চার সপ্তাহ থাকবেন এবং তার পর তিনি ভার্চুয়ালি দলকে সমর্থন করবেন।
সঙ্গাকারার মতো মালিঙ্গা এবং উপটন দু’জনেই রাজস্থানের কোচিং স্টাফদের জন্য দুর্দান্ত ভূমিকা পালন করতে চলেছেন। তিনি বলেন, “লাসিথ তর্কাতীতভাবে সর্বকালের সেরা টি-টোয়েন্টি ফাস্ট বোলারদের একজন, এবং অনুশীলনের মাঠে তাঁর মতো ব্যক্তিত্ব থাকা এবং তাঁর যে দক্ষতা তা থেকে দল উপকৃত হতে পারে। আমাদের দলে কিছু সেরা ফাস্ট বোলার আছে এবং আমরা আনন্দিত যে তারা লাসিথের সঙ্গে কাজ করার ও শেখার এবং নিজেদের আরও বিকাশ করার সুযোগ পাবে।”
সঙ্গাকারা আরও বলেন, “প্যাডির ব্যাপারেও একই কথা বলব, যিনি রয়্যালসের জন্য একজন মহান সেবক ছিলেন এবং খেলোয়াড়দের মধ্যে সেই সমন্বয় তৈরিতে এবং তাদের মানসিকভাবে চাঙ্গা রাখার ক্ষেত্রে একটি ব্যতিক্রমী কাজ করেছেন। আমরা বিশ্বাস করি ও আমাদের কোচিং স্টাফদের জন্য একটি দুর্দান্ত ভূমিকা পালন করবে।”