ICC Women World Cup 2022: রেকর্ডের মাঝেও ধারাবাহিকতা খুঁজছেন ভারতীয় অধিনায়ক


ICC Women World Cup 2022: রেকর্ডের মাঝেও ধারাবাহিকতা খুঁজছেন ভারতীয় অধিনায়ক

হ্যামিল্টন: বিশ্বকাপে (ICC Women World Cup 2022) একঝাঁক রেকর্ড মিতালি রাজদের (Mithali Raj)। তাও আবার চাপের ম্যাচে। শনিবার ওয়েস্ট ইন্ডিজকে হারাতে না পারলে বিশ্বকাপে ভারতের যাত্রাপথ কঠিন হয়ে যেতে পারত। সেখান থেকে দুরন্ত টিমগেম তুলে ধরে দারুণ ভাবে ফিরে এল ঝুলন গোস্বামী, স্মৃতি মান্ধানাদের ভারতীয় টিম। ১৫৫ রানে ম্যাচ জয়। ১১৯ বলে ১২৩ রানের চমৎকার ইনিংস খেললেন স্মৃতি। হরমনপ্রীত কৌরও করলেন সেঞ্চুরি। বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ ১৮৪ রানের পার্টনারশিপও করে ফেললেন স্মৃতি-হ্যারি। বাংলার ঝুলন গোস্বামী আবার বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডও করে ফেললেন। অস্ট্রেলিয়ার অ্যান ফুলস্টোনের ৩৯টা উইকেট নেওয়ার রেকর্ড আগেই স্পর্শ করেছিলেন। এই ম্যাচে নিলেন আরও একটা। সব মিলিয়ে হ্যামিল্টনে রীতিমতো দাপিয়ে ম্যাচ জিতলেন ভারতের মেয়েরা। তার পরও কিন্তু ক্যাপ্টেন মিতালি টিমের কাছে ধারাবাহিকতা দেখতে চাইছেন।

মিতালি আবার বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ডও করে ফেললেন। অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ককে টপকে গেলেন তিনি। মিতালি বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে টিম যে ভাবে পারফর্ম করেছে, তার থেকে ভালো আর কি হতে পারে। এই জয়টা বিশ্বকাপে আমাদের দারুণ ভাবে ফিরিয়ে আনল। নটআউটে যেতে সুবিধা হবে। সবাই জানত এই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ। যে কারণে ব্যাটে-বলে প্রত্যেকে নিজেকে মেলে ধরেছে। তবে একটা ম্যাচ দিয়ে সব কিছু শেষ হচ্ছে না। ধারাবাহিকতা তুলে ধরতে হবে আমাদের।’

ভারতের টপ অর্ডার একেবারেই ফর্মে ছিল না। মিডল অর্ডারও সে ভাবে রান পাচ্ছিল না। যার প্রভাব পড়েছিল আগের ম্যাচগুলোয়। স্মৃতি আর হ্যারির ফর্মে ফেরা কিছুটা হলেও স্বস্তি দিল। মিতালি বলছেন, ‘অভিজ্ঞতা আর পরিণত বোধ কাজে লাগিয়ে ওরা রান পেয়েছে। ওদের সেঞ্চুরি টিমের দারুণ কাজে লেগেছে। আমি আর ঝুলন মিলে দীর্ঘদিন ভারতীয় টিমের হয়ে খেলছি। একটা জিনিস দেখে ভালো লাগছে, পরবর্তী প্রজন্মের যারা উঠে আসছে, তারা টিমকে এগিয়ে নিয়ে যেতে পারবে।’

স্মৃতি ম্যাচের সেরা হলেও নিজের ট্রফি ভাগ করে নিয়েছেন হ্যারির সঙ্গে। পুরস্কারের মঞ্চে স্মৃতি বলেছেন, ‘সেঞ্চুরি করার পরও ম্যাচে সেরা হতে না পারা আমি অন্তত মেনে নিতে পারব না। আমি আর হরমনপ্রীত মিলে টিমকে ৩০০ পার করে দিয়েছিলাম। সেই কারণেই ম্যাচের সেরার পুরস্কার দু’জনেরই পাওয়া উচিত।’

টিমের ব্যর্থতা থেকে সাফল্যে ফেরার কারণ কী? স্মৃতির যুক্তি, ‘ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছি। একটা জিনিস চেয়েছিলাম, একই ভুল যেন আবার না হয়। ব্যাটার হিসেবে আমি আর হ্যারি দু’জন আক্রমণাত্মক খেলতে ভালোবাসি। আগের ম্যাচে সেটা পারিনি। তবে এই ম্যাচে করে দেখালাম। আমাদের দু’জনেরই ব্যাটিং ধরন আলাদা। হরমনপ্রীত যেমন স্পিন ভালো খেলে, আমি পেসের বিরুদ্ধে ভালো। আর সেই কারণেই নিজেদের শক্তি অনুযায়ী স্ট্রাইক পাল্টে নিয়েছিলাম।’



Leave a Reply