IND vs SL: চিন্নাস্বামীতেও ব্যর্থ বিরাট, শ্রেয়সের হাত ধরে আড়াইশোর গণ্ডি পেরল ভারত


Published by: Sulaya Singha |    Posted: March 12, 2022 6:33 pm|    Updated: March 12, 2022 6:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬৮টা ইনিংস অতিক্রান্ত। মাঝে চলে গিয়েছে প্রায় তিনটে বছর। কিন্তু তাঁর ব্যর্থতার কিস্সা যেন শেষই হতে চাইছে না। নিজের চেনা মাঠ চিন্নাস্বামীতেও ঝলসে উঠল না বিরাট কোহলির ব্যাট। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে মাত্র ২৫২ রানেই শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস। যার মধ্যে ৯২ রানই এল শ্রেয়স আইয়ারের ব্যাট থেকে।

একটা ক্যাচ মিস কীভাবে খেলার পটপরিবর্তন করে দিতে পারে, সে উদাহরণ বহু রয়েছে ক্রিকেটে। এদিনও তার মূল্য দিতে হল শ্রীলঙ্কাকে। শ্রেয়সের ক্যাচ দু’বার মিস করেন বিপক্ষ ফিল্ডাররা। একবার ৫০ রান ও দ্বিতীয় বার ৮২ রানে ব্যাট করছিলেন ভারতীয় ব্যাটার। শেষমেশ ৯২ রানে স্টাম্প আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।   

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে



Leave a Reply