Marsh Cup Final-এ হিলটনের অবিশ্বাস্য ক্যাচ, দেখুন ভিডিও
মার্শ কাপের (Marsh Cup) ফাইনালে মুখোমুখি হয়েছিল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলস। ফাইনাল ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যাশ্টন টার্নার। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৫ রান তোলে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া (Western Australia)। নিউ সাউথ ওয়েলসকে (New South Wales) ফাইনালে জিততে হলে তুলতে হত ২২৬ রান। তার বদলে নির্ধারিত ৫০ ওভার খেলতেই পারেননি মইসেস হেনরিকসরা (Moises Henriques)। ৪৬.৩ ওভারের মাথায় ২০৭ রান তুলে অল আউট হয়ে যায় নিউ সাউথ ওয়েলস। ফলে ১৮ রানে ম্যাচ জেতার পাশাপাশি মার্শ কাপের চ্য়াম্পিয়ন হল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। হারতে বসা ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হিলটন কার্টরাইট (Hilton Cartwright)।
৪৫তম ওভারে নিউ সাউথ ওয়েলসের স্কোর ছিল ৭ উইকেটে ২০৪ রান। ক্রিজে ছিলেন মইসেস হেনরিকস (৭৪ বলে ৪৩ রান) ও বেন দ্বারশুইস (২৮ বলে ২৮ রান)। ওয়েলসের জয়ের জন্য প্রয়োজন ছিল পাঁচ ওভারে মাত্র ২২ রান। ঠিস সেই সময় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যাশ্টন টার্নার বোলিংয়ে নামান চায়নাম্যান বোলার ডার্সি শর্টকে। ওয়েলসের হেনরিকস তাঁর বিরুদ্ধে বড় শট খেলার চেষ্টা করেন। এবং বলটি বোলারের মাথার ওপর দিয়ে বাউন্ডারি লাইনের দিকে চলে যায়। কিন্তু বাউন্ডারি লাইনের ঠিক সামনে দারুণ ডাইভ দিয়ে এক হাতে অবিশ্বাস্য ক্যাচ নেন হিলটন কার্টরাইট। হেনরিকসের উইকেটই ওয়েলসের জয়ের আশা কমিয়ে দেয়। পরের দুটো ওভারে পর পর অ্যাডাম জাম্পা ও তনভীর সাংঘাকে ফিরিয়ে মার্শ কাপ জিতে নেন ঝাই রিচার্ডসনরা।
দেখুন হিলটনের এক হাতে অবিশ্বাস্য ক্যাচ নেওয়ার ভিডিও…
Catch of the summer?!
Hilton goes horizontal! #MarshCup pic.twitter.com/uLQcYsXPnn
— cricket.com.au (@cricketcomau) March 11, 2022
যদিও ব্যাট হাতে হিলটন কিন্তু দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেননি। মাত্র ৬ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরেছিলেন। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান করেছেন ঝাই রিচার্ডসন (৬৪ বলে ৪৪ রান)। এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে সব থেকে বেশি উইকেট নেন অ্যান্ড্রু টাই। ৮ ওভার বল করে ৩০ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন টাই। এবং তিনিই নির্বাচিত হন মার্শ কাপের ফাইনাল ম্যাচের সেরা।
আরও পড়ুন: India vs Sri Lanka: দিন রাতের টেস্টের আগে চোটে জর্জরিত লঙ্কাবাহিনী
আরও পড়ুন: India vs Sri Lanka: ঐতিহাসিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিতের ভারত