Published by: Sulaya Singha | Posted: March 13, 2022 1:32 pm| Updated: March 13, 2022 1:32 pm
ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্লাবের নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মোহনবাগান চত্বর। দুই পক্ষের সংঘর্ষে রক্তারক্তি পরিস্থিতি তৈরি হয়। সেই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করল ময়দান থানার পুলিশ।
মোহনবাগান ক্লাবে (Mohun Bagan) নির্বাচনের জন্য শনিবারই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। যার জন্য দুপুর থেকেই গঙ্গাপারের তাঁবুতে কর্মকর্তারা আসতে শুরু করেন। ভিড় জমান সদস্য-সমর্থকরাও। কিন্তু বেলা খানিকটা গড়াতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ক্লাবের গেটের ঠিক বাইরে দুই পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ক্রিকেট ব্যাট, উইকেট নিয়ে একে অপরের দিকে তেড়ে যান ব্যক্তিরা। রীতিমতো মারধর করা হয় অনেককে। রক্তাক্ত অবস্থায় মোট তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনার তদন্তে নেমেছিল ময়দান থানার পুলিশ। এই ঘটনাতেই রবিবার চারজনকে গ্রেপ্তার করা হল। তবে তাঁরা ক্লাবের সমর্থক নাকি বহিরাগত, তা এখনও স্পষ্ট নয়।
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ