India vs Sri Lanka: হিটম্যানের ছয় নাক ফাটাল এক সমর্থকের


India vs Sri Lanka: হিটম্যানের ছয় নাক ফাটাল এক সমর্থকের

বেঙ্গালুরু: ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka) গোলাপি বল টেস্ট (Pink Ball Test) দেখতে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এসেছিলেন অগণিত দর্শক। দীর্ঘদিন পর হাউসফুল গ্যালারির সামনে খেলল টিম ইন্ডিয়া। গ্যালারি থেকে প্রিয় তারকাদের তাতাতে মুহুর্মুহ রব উঠছিল, রোহিত… রোহিত… বিরাট.. বিরাট…। এ তো সেই চেনা ছবি, যা করোনার আগে সকল স্টেডিয়ামজুড়ে দেখা যেত। বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনই শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। মোহালি টেস্টে ভারতের প্রথম ইনিংসে যে রানের পাহাড় ছিল (৫৭৬/৮ ডিক্লেয়ার), তার অর্ধেকও বেঙ্গালুরুতে তুলতে পারেনি টিম ইন্ডিয়া। ভারতের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৫২ রানে। প্রথম দিনের তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে পড়ে শ্রীলঙ্কা। তাদের অবস্থা আরও শোচনীয়। প্রথম দিনের শেষে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে লঙ্কানরা তুলেছে ৮৬ রান। ভারতের থেকে এখনও ১৬৬ রানে পিছিয়ে রয়েছে করুণারত্নের দল।

শনিবার কেরিয়ারের ৪০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। নবম ভারতীয় ক্রিকেটার হিসেবে ৪০০ টি আন্তর্জাতিক ম্যাচে খেলার রেকর্ড গড়েছেন হিটম্যান। তবে প্রথম ইনিংসে মাত্র ১৫ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরতে হয় রোহিতকে। ওই ১৫ রানের মধ্যে ছিল ১টি চার ও ১টি ছয়। গোটা স্টেডিয়ামজুড়ে রোহিতের ওই ছক্কাটির জন্য হাততালির বন্যা বয়ে গিয়েছিল, তখনই এক সমর্থক আহতও হয়েছিলেন। জানা গিয়েছে, বেঙ্গালুরু টেস্টের প্রথম দিন রোহিতের মারা ছয়ে ডি কর্পোরেট বক্সে থাকা এক দর্শকের নাকে চোট লেগেছে। ওই দর্শকের নাম গৌরব বিকাশ পরভার। ২২ বছর বয়সী গৌরবকে সঙ্গে লঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এক্স রে করা হয়। রিপোর্টে দেখা যায় তার নাকের হাড় ভেঙে গিয়েছে।

ডঃ অজিথ বেনেডিক্ট রায়ান, হোসমত হাসাপাতালের মেডিকেল ডিরেক্টর, যিনি নিজেও স্টেডিয়ামে ছিলেন, তিনি বলেছেন, “আমি প্যাভিলিয়নের পিছনে ম্যাচটি দেখছিলাম এবং ডিপ স্ট্যান্ডে থাকা এক যুবক বলের আঘাতে আহত হতে দেখেছিলাম। কেএসসিএর (কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন) স্বেচ্ছাসেবকরা তাঁকে মেডিকেল রুমে নিয়ে আসে।”

হোসমত হাসপাতাল কেএসসিএ-র প্লেয়ারদের চোটের দেখভাল করে। তারা কেএসসিএর মেডিকেল অফিসিয়াল পার্টনার। ডঃ রায়ান আরও বলেন, “আমরা প্রথমে ওর ক্ষতটায় প্রথমে আমরা ব্যান্ডেজ করেছিলাম। তার পর ওকে আমরা অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠিয়েছিলাম। এক্স-রে তে দেখা গিয়েছে একটি হেয়ারলাইন ফ্র্যাকচার দেখা গিয়েছে। যেটির অস্ত্রোপচারের প্রয়োজন ছিল না। যদিও তাকে সেলাই করতে হয়েছে। এক সপ্তাহের মধ্যে সেলাই খোলা হবে।”

আরও পড়ুন: India vs Sri Lanka: গোলাপি বল টেস্টের প্রথম দিনের শেষে অ্যাডভান্টেজে ভারত

আরও পড়ুন: India vs Sri Lanka: গোলাপি বল টেস্টে কোন রেকর্ড গড়লেন রোহিত?



Leave a Reply