IPL 2022: আরসিবির নতুন ক্যাপ্টেন হয়ে কোহলিকে নিয়ে কী বললেন ডু’প্লেসি?
বেঙ্গালুরু: চেন্নাইয়ের জার্সিতে চার বার ট্রফির স্বাদ পেয়েছেন প্রোটিয়া তারকা ক্রিকেটার ফাফ ডু’প্লেসি (Faf Du Plessis)। শনিবার (১৩ মার্চ) আনুষ্ঠানিক ঘোষণা করে সকলকে জানানো হয়েছে, আরসিবির (RCB) নতুন নেতা হলেন ফাফ ডু’প্লেসি। ২০১৩-২০২১ সাল পর্যন্ত বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বে খেলেছে আরসিবি। তবে এক বারও ট্রফির স্বাদ পায়নি ব্যাঙ্গালোরের এই ফ্র্যাঞ্চাইজি। আসন্ন আইপিএলে (IPL) এ বার নতুন নেতার হাত ধরে অধরা মাধুরী লাভের স্বপ্ন বুঁনতে শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গত মরসুমেই কোহলি পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন যে, তিনি আর আসন্ন মরসুমে আরসিবির ক্যাপ্টেন্সির দায়ভার সামলাতে চান না। তখন থেকেই নতুন নেতা বাছাই করার পরিকল্পনা শুরু করে দেয় আরসিবি। তাই মেগা নিলামের আগে প্রোটিয়া তারকা ক্রিকেটার ডু’প্লেসিকে কেনার নীল নকশা তৈরি করে রেখেছিলেন মাইক হেসনরা। সেই পরিকল্পনাকেই কাজে লাগিয়ে নিলামে ৭ কোটি টাকার বিনিময়ে ডু’প্লেসিকে কিনে নেয় আরসিবি। আর তখন থেকেই আরসিবির সমর্থকরা ধরেই নিয়েছিল, কোহলির সিংহাসনে বসতে চলেছেন ডু’প্লেসি।
ক্যাপ্টেন্সির ব্যাটন ফাফের হাতে তুলে দিতে পেরে খুশি বিরাট। নতুন মরসুমে নতুন যাত্রা শুরু করার জন্যও তৈরি ভিকে। তবে তার আগে ডু’প্লেসি কিন্তু কোহলিকে জানিয়ে রাখলেন, নেতা না থাকলেও বিরাটের এনার্জি দলকে উদ্বুদ্ধ করার জন্য ঠিক কতটা প্রয়োজন। ক্যাপ্টেন হিসেবে ডু’প্লেসির নাম ঘোষণা হওয়ার পর তিনি বলেন, “বিরাট কোহলির মতো ক্রিকেটার আমাদের দলে রয়েছে। বিরাটের নেতৃত্বে আরসিবি যে রকম খেলত, সেই এনার্জিকেই বয়ে নিয়ে যেতে চাই। ক্রিকেটার হিসেবে ওর (কোহলি) যা পারফরম্যান্স তা কিন্তু বিশ্বের অন্যতম সেরা। যার জন্য ওকে সম্মান জানাই। তবে শুধু ব্যাট হাতে নয়, অধিনায়কত্বের দিক থেকেও ও ভারতীয় ক্রিকেটে আমূল পরিবর্তন এনেছে। ভারতের বিরুদ্ধে বহু বছর ধরে খেলার সুবাদে এই বদলটা আমি বেশ ভালো করেই দেখেছি। ভারতীয় দল এখন আগের থেকে অনেক বেশি ফিট। এর আগে ভারতীয় ক্রিকেটারদের এতটা শারীরিক ক্ষমতা ছিল না। কোহলির নেতৃত্বের একটা আলাদা স্টাইল রয়েছে।”
ডু’প্লেসি আশাবাদী কোহলির পাশাপাশি তিনি গ্লেন ম্যাক্সওয়েল ও দীনেশ কার্তিকের কাছ থেকে সাহায্য পাবেন। তিনি বলেন, “আমাদের দলে কোহলি ছাড়াও গ্লেন ম্যাক্সওয়েল ও দীনেশ কার্তিকের মতো ক্রিকেটার রয়েছে। ওদেরও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে। তাই আমার মনে হয় আমার কাজটা অনেকটাই সহজ হবে।’’ কিন্তু আর এক প্রোটিয়া তারকা ক্রিকেটারকে এ বার পাবে না আরসিবি। এবি ডিভিলিয়ার্স। ডু’প্লেসি মনে করেন, এবিডির অভাব কিন্তু পূরণ করা সম্ভব হবে না।
আরও পড়ুন: IND vs SL 2nd Test Day 2 Live: বুমরা-সামি-অশ্বিন ত্রয়ীর দাপটে ১০৯ রানে আটকে গেল শ্রীলঙ্কা