India vs Sri Lanka: অশ্বিন-বুমরার দাপটে গোলাপি বল টেস্টও ভারতের মুঠোয়


টেস্ট সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হল শ্রীলঙ্কা

Image Credit source: BCCI Twitter

ভারত ২৫২ ও ৩০৩-৯ (ডি) ক্লেয়ার

শ্রীলঙ্কা ১০৯ ও ২০৮

(২৩৮ রানে জয়ী ভারত)

বেঙ্গালুরু: রবিচন্দ্রন অশ্বিন ও জশপ্রীত বুমরার আগুনে বোলিংয়ের কাছে ধরাশায়ী লঙ্কানবাহিনী। শ্রীলঙ্কার (Sri Lanka) কাছে লক্ষ্য ছিল রানের পাহাড়। সেই পাহাড়ে ওঠার জন্য ধৈর্য্য ধরে খেলে গেলেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে (Dimuth Karunaratne)। একা কুম্ভ হয়ে দলকে লড়াইয়ে টিকিয়ে রেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ১০৭ রান করেও দলকে জেতাতে পারলেন না। ২৩৮ রানে ভারতের কাছে হারল শ্রীলঙ্কা। টি-২০ সিরিজের পর টেস্ট সিরিজেও রোহিত শর্মার ভারতের (India) কাছে হোয়াইটওয়াশ হল লঙ্কাবাহিনী। দ্বিতীয় দিনের শেষে ২৮ রানের বিনিময়ে ১ উইকেট হারিয়েছিল লঙ্কানরা। দিন রাতের টেস্টের তৃতীয় দিনের শুরুটা ভালোই করেছিল লঙ্কানরা। তৃতীয় দিনের খেলা শুরুর এক ঘণ্টার মধ্যে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেন কুসল মেন্ডিস। করুণারত্নে-মেন্ডিস জুটিকে ভাঙার চেষ্টা করতে থাকেন বুমরা-অশ্বিনরা। কিন্তু এই জুটির লড়াকু মনোভাব ফুটে ওঠে তাঁদের ব্যাটিংয়ে। তবে ১৯.৪ ওভারের মাথায় এই জুটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন। ৫৪ রান করে মেন্ডিস ফেরেন প্যাভিলিয়নে।

ক্যাপ্টেন করুণা কিন্তু তখনও অবিচল ক্রিজে। এর পর এক এক করে লঙ্কান ক্রিকেটাররা এলেন আর গেলেন। প্রথম ইনিংসে ৪৩ রান করা অ্যাঞ্জেলো ম্যাথিউস খাতা খুলতে না খুলতেই (১) ড্রেসিংরুমে ফিরে গেলেন। ধনঞ্জয় ডি সিলভার ব্যাট থেকে এল মাত্র ৪ রান। তারই মাঝে দলের ঢাল হয়ে দাঁড়িয়ে রইলেন অধিনায়ক করুণারত্নে। সিলভা মাঠ ছাড়লে নিরোসান ডিকওয়েলা ক্যাপ্টেনকে সঙ্গ দেওয়া শুরু করেন। ডিকওয়েলার সঙ্গে চা বিরতি অবধি দলকে টানেন করুণা। কিন্তু দ্বিতীয় সেশনের খেলা বেশিদূর গড়াল না তার মধ্যেই পঞ্চম উইকেট পড়ল শ্রীলঙ্কার। ১২ রান করে মাঠ ছাড়লেন ডিকওয়েলা। তখন এলেন চরিথ আসালঙ্কা। তবে ক্যাপ্টেনের সঙ্গে তিনিও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ৫ রান করেই উইকেট দিয়ে বসেন অক্ষর প্যাটেলকে।

এর পরও করুণা খেলা চালিয়ে চান। এম্বুলডেনিয়া (২), লকমল (১), বিশ্ব (২) শুধু সময়ের ব্যবধানে উইকেট দিয়ে গেলেন। তবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম সেঞ্চুরিটা করেন করুণারত্নেই। ১৭৪ বলে ১০৭ রান করে যান করুণা। যার মধ্যে ছিল ১৫টি চার। কোনও বোলারই টলাতে পারছিলেন না করুণাকে। ঠিক সেই সময় বুমরা জাদুতে বোল্ড আউট হন শ্রীলঙ্কান অধিনায়ক।

রবিচন্দ্রন অশ্বিন আজ টপকে গিয়েছেন ডেল স্টেইনকে। চিন্নাস্বামীতে প্রথম ইনিংসে অশ্বিন ২টি উইকেট নেন। এর পর দ্বিতীয় ইনিংসে কুসল মেন্ডিস ও ধনঞ্জয় ডি সিলভাকে ফেরানোর পর ৪৪০তম টেস্ট উইকেটে পৌঁছে গিয়েছেন অশ্বিন। আর তাতে স্টেইনকে পিছনে ফেলে দিয়েছেন ভারতের তারকা স্পিনার। ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের পর টেস্ট ইতিহাসে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় অশ্বিন উঠে এলেন আট নম্বরে। লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট নিয়েছেন অশ্বিন, ৩টি উইকেট নিয়েছেন জশপ্রীত বুমরা এবং ২টি পেয়েছেন অক্ষর ও ১টি উইকেট পেয়েছেন জাডেজা।

সংক্ষিপ্ত স্কোর: ভারত ৩০৩-৯ (ডিক্লেয়ার) (৬৮.৫ ওভার) (দ্বিতীয় ইনিংস) (শ্রেয়স আইয়ার ৬৭, ঋষভ পন্থ ৫০; প্রবীণ জয়বিক্রমা ৪-৭৮, লাসিথ এম্বুলডেনিয়া ৩-৮৭)। শ্রীলঙ্কা ২০৮ (দিমুথ করুণারত্নে ১০৭, কুসল মেন্ডিস ৫৪; রবিচন্দ্রন অশ্বিন ৪-৫৫, জশপ্রীত বুমরা ৩-২৩)



Leave a Reply