India vs Sri Lanka: কোহলির সঙ্গে বিরাট সেলফি, পুলিশের তাড়াতেও অটল ফ্যানেরা


India vs Sri Lanka: কোহলির সঙ্গে বিরাট সেলফি, পুলিশের তাড়াতেও অটল ফ্যানেরা

Image Credit source: Twitter

বেঙ্গালুরু: ক্রীড়াবিদরা করোনাকালে বায়ো বাবলে থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ফুটবল হোক বা ক্রিকেট.. এখন প্রত্যেকটা দল জৈব সুরক্ষা বলয়ের ঘেরাটোপে থেকে খেলা চালিয়ে যাচ্ছে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চলছে ভারত-শ্রীলঙ্কা (India vs Sri Lanka) দিন রাতের টেস্ট। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) আইপিএলে  (IPL) আরসিবির (RCB) হয়ে খেলেন। যার সুবাদে বেঙ্গালুরুকে তাঁর সেকেন্ড হোম গ্রাউন্ড বলেই ধরা হয়। ফলে, বেঙ্গালুরুর মাঠে খেলা, আর বিরাটকে নিয়ে মাতামাতি হবে না তাও আবার হয় নাকি! প্রিয় প্লেয়ারকে কাছ থেকে ছুঁয়ে দেখার জন্য এর আগে বহুবার ফ্যানেদের মাঠের মধ্যে ঢুকে যেতে দেখা গিয়েছে। তবে করোনা আবহে সে সবে রয়েছে বেশ কড়াকড়ি। কিন্তু সে সব কিছু তোয়াক্কা না করেই, গোলাপি বল টেস্টের দ্বিতীয় দিন নিরাপত্তাকর্মীদের ফাঁকি দিয়ে মাঠের মধ্যে ঢুকে পড়েন বিরাট কোহলির তিন ভক্ত। শুধু তাই নয়। কোহলির সঙ্গে তাঁর দুই ফ্যান সুযোগ বুঝে সেলফিও তুলে নেন। আর তাদের বাগে আনতে প্রায় পুরো মাঠ জুড়ে ছুটতে হল পুলিশকর্মীদের।

ঘটনাটি ঘটেছে রবিবার, শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ভারত যখন ফিল্ডিং করছিল। শ্রীলঙ্কার ইনিংসের ষষ্ঠ ওভারে মহম্মদ সামির একটি বলে আঘাত পেয়েছিলেন কুসল মেন্ডিস। মাঠের মধ্যে আসেন শ্রীলঙ্কান ফিজিও। সেই সময় কোহলি সতীর্থদের সঙ্গে কথা বলছিলেন। তখন বিরাটের দুই ফ্যান তাঁর এক্কেবারে কাছে পৌঁছে যায়। এবং সেলফিও তুলে ফেলেন। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ছবি ও ভিডিও। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আরও এক সমর্থক মাঠে ঢুকে পড়েছে। তিন সমর্থককেই মাঠ থেকে বের করার জন্য চরকির মতো গোটা মাঠ জুড়ে ছুটতে থাকেন পুলিশকর্মীরা ও নিরাপত্তারক্ষীরা।

ভারত-শ্রীলঙ্কা ম্যাচ চলাকালীন তিন ফ্যান ঢুকে পড়ে মাঠে। দেখুন সেই ভিডিও…

যদিও তিনজনকেই শেষ মেশ ধরে ফেলেন পুলিশকর্মীরা ও নিরাপত্তারক্ষীরা। তবে বিরাট তাঁদের কাছে আবেদন করেন, ওই সমর্থকদের বিরুদ্ধে যেন কড়া ব্যবস্থা না নেওয়া হয়। কোহলির এই মনোভাবও নেটদুনিয়ায় বেশ প্রশংসা কুড়িয়েছে।

কোহলির সেঞ্চুরির অপেক্ষায় ছিল বেঙ্গালুরুর হাউসফুল গ্যালারি। কিন্তু বিরাটের সেঞ্চুরির খরা কাটল না। প্রথম ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে ২৩ রান এবং দ্বিতীয় ইনিংসে ১৪ রান।

আরও পড়ুন: India vs Sri Lanka: রবিবাসরীয় বেঙ্গালুরু সুপারহিট শ্রেয়সের ব্যাটে-বুমরার বলে



Leave a Reply