All England Open-এ পদক নিশ্চিত গোপীচাঁদের মেয়ে গায়ত্রীর
Image Credit source: Badminton Photo
লন্ডন: অল ইংল্যান্ড ওপেনে (All England Open) প্রথম ভারতীয় শাটলার হিসেবে প্রকাশ পাডুকোন ১৯৮০ সালে দেশকে সোনা এনে দিয়েছিলেন। তার ঠিক ২১ বছর পর ২০০১ সালে দেশকে এই টুর্নামেন্ট থেকে দ্বিতীয় সোনা এনে দিয়েছিলেন পুল্লেলা গোপীচাঁদ (Pullela Gopichand)। এ বার সেই গোপীচাঁদের মেয়ে গায়ত্রী গোপীচাঁদও (Gayatri Gopichand) পদক নিশ্চিত করলেন অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে। আজ শুক্রবার মেয়েদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে সঙ্গী ত্রিসা জলিকে (Treesa Jolly) নিয়ে জিতে গায়ত্রী পৌঁছে গেলেন টুর্নামেন্টের সেমিফাইনালে। শেষ আটের ম্যাচে গায়ত্রী-ত্রিসা জুটি টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী দক্ষিণ কোরিয়ার জুটি সোহি লি এবং সিউনচ্যাং শিংকে হারিয়েছেন।
এই প্রথম বার অল ইংল্যান্ড ওপেনে মেয়েদের ডাবলসের সেমিফাইনালে উঠল কোনও ভারতীয় জুটি। আজ মেয়েদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে প্রথম গেমে ১৪-২১ পয়েন্টে হেরে গিয়েও দ্বিতীয় গেমে দুরন্ত কামব্যাক করেন গায়ত্রী-ত্রিসা। আর তৃতীয় গেমে দক্ষিণ কোরিয়ান জুটিকে ম্যাচে ফেরার আর কোনও সুযোগই দেননি ভারতীয় জুটি। ২১-১৫ পয়েন্টের ব্যবধাবে তৃতীয় গেমও জিতে নেন গায়ত্রী-ত্রিসা।
মেয়েদের ডাবলসে গায়ত্রী-ত্রিসা জুটি সেমিফাইনালে পৌঁছলেও ছেলেদের ডাবলসে পঞ্চম বাছাই ভারতীয় জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেঠী (Satwiksairaj Rankireddy and Chirag Shetty) হতাশ করলেন। কোয়ার্টার ফাইনালে তাঁরা ইন্দোনেশিয়ান জুটি তথা শীর্ষবাছাই মার্কাস ফ্রেনাল্ডি ও কেভিন সানজায়া সুকামুলজোর কাছে ৪৭ মিনিটের লড়াইয়ে হেরে যান। ম্যাচের ফল ২৪-২১, ২১-১৭, ইন্দোনেশিয়ান জুটির পক্ষ্যে।
A HUGE upset in the quarter finals!!
The young pair of Jolly & Pullela come from a set down to WIN against the world number 2s ??????
Look at that reaction! ??#YAE22 https://t.co/XhduIeduQz pic.twitter.com/W56ErXTJFK
— ? Yonex All England Badminton Championships ? (@YonexAllEngland) March 18, 2022
তবে গায়ত্রী-ত্রিসা ছাড়াই ছেলেদের সিঙ্গলসে ওয়াকওভার পেয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন ২০ বছরের ভারতীয় তারকা শাটলার লক্ষ্য সেন।
আরও পড়ুন: Lakshya Sen: গুরুর পথে হেঁটে ২১ বছরের অপেক্ষা ভোলানোর রাস্তায় লক্ষ্য
আরও পড়ুন: ICC Women’s World Cup 2022: শেষ চারে উঠতে অজিদের বিজয়রথ থামাতে হবে ঝুলনদের
আরও পড়ুন: PAK vs AUS: ব্যাটের জায়গায় হাতে কাঁচি নিয়ে এ কী কাণ্ড রিজওয়ানের? দেখুন ভিডিও