ICC Women’s World Cup 2022: শেষ চারে উঠতে অজিদের বিজয়রথ থামাতে হবে ঝুলনদের
Image Credit source: BCCI Women Twitter
অকল্যান্ড: ইডেন পার্কে আগামীকাল সকালে বিশ্বকাপের (ICC Women’s World Cup 2022) ম্যাচে মেগ ল্যানিংয়ের (Meg Lanning) অস্ট্রেলিয়ার (Australia) মুখে নামবে মিতালি রাজের (Mithali Raj) ভারত (India)। এখনও পর্যন্ত বিশ্বকাপে চারটি ম্যাচে খেলেছেন ঝুলন গোস্বামীরা। শনিবারের ম্যাচটা হরমনপ্রীতদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, গ্রুপ পর্বে ভারতের আর মাত্র তিনটি ম্যাচই বাকি রয়েছে। তাই অজিদের বিরুদ্ধে হওয়া শনিবারের ম্যাচের ওপর অনেকটা নির্ভর করছ ভারত সেমিফাইনালে পৌঁছতে পারবে কিনা। এ বারের বিশ্বকাপে ভারতের বোলাররা তাঁদের কাজটা যতটা গুরুত্ব সহকারে করছেন, ব্যাটারদের কাছে সেটাই দেখতে পাওয়া যাচ্ছে না। বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের ওয়ান ডে সিরিজেও ছন্দে পাওয়া যাচ্ছিল না মিতালিদের। সেখান থেকেই সাফল্য খোঁজার পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে উইমেন্স ইন ব্লুরা। কিন্তু তাতে খুব যে সফল হয়েছেন স্মৃতিরা তা বলা যাবে না।
লিগের তিন ম্যাচ হাতে নিয়ে ভারতের মেয়েদের শুধু এখন একটাই কাজ করার। ২২ গজে নেমে এক্কেবারে ১০০ নয় ২০০ শতাংশ উজাড় করে দেওয়ার। দলের টপ ও মিডল অর্ডারের ব্যাটারদের মধ্যে ধারাবাহিকতার অভাব এই বিশ্বকাপে বেশ ভোগাচ্ছে ভারতকে। দলের ক্যাপ্টেন ও সিনিয়র ক্রিকেটার মিতালি রাজ এই বিশ্বকাপে একেবারেই ছন্দে নেই। যা আরও চাপ বাড়াচ্ছে দলের। তবে শেষ চারে থাকতে হলে, ভারতের প্রতিটা বিভাগেই ধারাবাহিকতা দেখাতে হবে।
?️ ??’? ????? ??? ????????#TeamIndia will square off against Australia at the Eden Park, Auckland in their 5⃣th game of the #CWC22 ! ? ? #INDvAUS
Set your alarms & get ready to cheer for India! ? ? pic.twitter.com/eBo4hBqkiH
— BCCI Women (@BCCIWomen) March 18, 2022
শনিবারের ম্যাচের আগে এগিয়ে রাখতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। কারণ, এখনও অবধি দুই দলই চারটি করে ম্যাচে খেলে নিয়েছে। তার মধ্যে ২টি জয় ও ২টি হার জুটেছে ঝুলনদের কপালে। তবে অন্যদিকে টানা চার ম্যাচে জিতে পয়েন্ট টেবলের শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। যার ফলে স্বাভাবিকভাবে হ্যারিদের মুখে নামার আগে আত্মবিশ্বাসী ল্যানিংয়ের দল।
২০২১ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ ব্যবধানে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ হারলেও, অজিদের বিজয়রথ থামিয়েছিল এই মিতালির ভারত। ওই সিরিজের আগে টানা ২৬ ম্যাচে জয়ের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার। তা ছাড়াও ২০১৭ সালের ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে অজিদেরই আটকে দিয়েছিল মিতালি রাজের ভারত। তাই শনিবারের ম্যাচের আগে এই বিষয়গুলো আলোচনায় উঠে আসছে। পাশাপাশি কালকের ম্যাচটা ভারতের সিনিয়র পেসার ঝুলন গোস্বামীর জন্য বিশেষ হতে চলেছে। কারণ চলতি বিশ্বকাপে আরও একখানা রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন চাকদা এক্সপ্রেস। আগামীকাল অজিদের বিরুদ্ধে তিনি কেরিয়ারের ২০০তম ওয়ান ডে ম্যাচ খেলতে নামবেন। ফলে ঝুলনের রেকর্ড ম্যাচটা স্মরণীয় থাকবে তখনই, যখন দুটো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারবে ভারত।
আরও পড়ুন: ICC Women’s World Cup 2022: ২০১৭-র লড়াই মনে আছে! অজিদের হুঙ্কার দিলেন স্মৃতি মান্ধানা