কলকাতা: আইপিএলের (IPL) দামামা বেজে গিয়েছে। হাতে গোনা আর এক সপ্তাহ বাকি এ বারের আইপিএল শুরু হতে। চলতি বছরে দেশের মাটিতেই বসতে চলেছে আইপিএল ১৫-র আসর। করোনা আবহে দেশের মাঠে এ বারের আইপিএল আয়োজন করছে বিসিসিআই। মুম্বইতে হবে আইপিএলের ৫৫টি ম্যাচ। এবং পুনেতে হবে ১৫টি ম্যাচ। ২৬ মার্চ গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও রানার্স আপ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে। ৬৫ দিনের মধ্যে মোট ৭০টি লিগের ম্যাচ এবং ৪টি প্লে অফের ম্যাচ খেলা হবে। আইপিএল-১৫-তে গ্রুপ পর্যায়ে মোট ১৪টি ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। এ বার নাইটদের নেতৃত্ব দেবেন দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ার। আইপিএলের মেগা নিলাম থেকে শ্রেয়সকেই সব থেকে বেশি টাকা দিয়ে কিনেছে কেকেআর। ১২ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে শ্রেয়সকে দলে নিয়ে ক্যাপ্টেন্সির গুরুদায়িত্ব দিয়েছে কেকেআর শিবির।