Lakshya Sen: কোন পথে অল ইংল্যান্ড ওপেন ফাইনালে লক্ষ্য সেন, দেখুন ছবিতে


জার্মান ওপেনে রানার্স হয়ে সন্তুষ্ট হতে হয়েছিল ভারতীয় তারকা শাটলার লক্ষ্য সেনকে (Lakshya Sen)। এই টুর্নামেন্ট শেষ করেই তিনি নামেন অল ইংল্যান্ড ওপেনের লড়াইয়ে। আজ টুর্নামেন্টের ফাইনালে ভারতের লক্ষ্য নামবেন বিশ্বের এক নম্বর শাটলার ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে। তার আগে জেনে নিন কোন পথে অল ইংল্যান্ড ওপেনের ফাইনালে পৌঁছেছেন উত্তরাখণ্ডের বাঙালি…


Publish Date – 11:37 am, Sun, 20 March 22

Leave a Reply