ইউক্রেনের যুদ্ধবিদ্ধস্তদের চিকিৎসার স্বার্থে মানবিক ডেভিড বেকহ্যাম
কিয়েভ: খারকিভ (Kharkiv) থেকে শুরু করে কিয়েভ, ধ্বংসের বহর দেখে চমকে যাচ্ছে বিশ্ব। মৃতের মিছিল চলছে যেন। শরনার্থীর ঢল নেমেছে ইউরোপ জুড়ে। যুদ্ধ যখন এমন ভয়াবহ রূপ নিয়েছে, তখন মানবিক হলেন ডেভিড বেকহ্যাম (David Beckham)। আন্তর্জাতিক ক্রীড়ামহলের অনেকেই ইউক্রেনের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। সেই তালিকায় নোভাক জকোভিচ থেকে অ্যান্ডি মারে, অনেকেই রয়েছেন। বেকস নিলেন অভিনব পদক্ষেপ। ইউক্রেনের দাবি, শতাধিক শিশু এই যুদ্ধে মারা গিয়েছে। ঘোর অনিশ্চয়তার মধ্যে পড়তে হচ্ছে প্রসূতি থেকে নবজাতককে। বেকহ্যাম এদেরই জন্য তুলে দিলেন নিজের ইন্সটাগ্রাম (Instagram) অ্যাকাউন্ট। যাতে সন্তানসম্ভবা কিংবা সদ্যোজাত শিশু যুদ্ধবিদ্ধস্ত এই পৃথিবীতে বেঁচে থাকার রসদ খুঁজে পায়।
ইন্সটাগ্রামে বেকহ্যামের ফলোয়ার সংখ্যা ৭১.৬ মিলিয়ন। ইরিনা নামের এক ইউক্রেনের (Ukraine) চিকিৎসকের হাতে বেকহ্যাম তাঁর ইন্সটাগ্রাম তুলে দিয়েছেন। সেখানে ইরিনা তুলে ধরেছেন বেসমেন্টে কীভাবে রয়েছেন খারকিভের গর্ভবতী মহিলারা এবং তাঁদের নবজাতকরা। ইরিনা বেকহ্যামের ইন্সটা স্টোরিতে খারকিভের এক বেসমেন্টে ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ছবি তুলে ধরেছেন। ২০০৫ সাল থেকে ইউনিসেফের অ্যাম্বাসাডর রয়েছেন বেকহ্যাম। খারকিভের যুদ্ধবিদ্ধস্ত এই সকল প্রসূতি ও সদ্যোজাতদের জন্য ইউনিসেফের তরফ থেকে অক্সিজেন সরবরাহ করা হয়েছে। বেকহ্যাম তাঁর ফলোয়ারদের কাছে আর্জি জানিয়েছেন, তারা যেন তাদের যথাসাধ্য দান করেন এই উদ্যোগে। পরিশুদ্ধ জল, খাবার এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সেই অর্থ থেকে জোগাড় করা হবে, একথাও জানিয়েছেন বেকহ্যাম।
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর হল খারকিভ। রাশিয়ার আগ্রাসনের কাছে একেবারে বিদ্ধস্ত অবস্থা ইউক্রেনের। এই পরিস্থিতিতে চিকিৎসাখাতেও একাধিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে ইউক্রেনের বাসিন্দাদের। সে দেশের চিকিৎসক, যিনি বেকহ্যামের ইন্সটাগ্রামের মাধ্যমে সেখানকার প্রসূতি ও নবজাতকদের পরিস্থিতির কথা তুলে ধরছেন, সেই ইরিনা জানান, তিনি বর্তমানে ২৪/৭ পরিষেবা দিচ্ছেন। তাঁর কথায়, “আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়েই কাজ করে চলেছি। আমরা অন্য কিছু ভাবতে পারছি না। আমরা আমাদের কাজকে ভালোবাসি। ডাক্তার, নার্সরা এখানে আছে, তবে আমরা ভয়ে রয়েছি। আমরা অনেক সময় কেঁদে ফেলছি, কিন্তু হাল ছাড়ছি না।”
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ গুরুতর আকার ধারণ করেছে। প্রায় সাড়ে তিন সপ্তাহ ধরে গোটা বিশ্বের নজর রয়েছে এই দুই দেশের দিকে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জেরে উত্তপ্ত খারকিভ। এরই মধ্যে খারকিভের যুদ্ধবিদ্ধস্তদের চিকিৎসাক্ষেত্রে উন্নয়নের জন্য ডেভিড বেকহ্যাম যে উদ্যোগ নিলেন, তা নিয়ে চর্চা চলবে বিভিন্ন মহলে।