El Clasico: রিয়ালকে ঘরের মাঠে ৪-০ হারিয়ে নতুন যুগ শুরু বার্সেলোনার


El Clasico: রিয়ালকে ঘরের মাঠে ৪-০ হারিয়ে নতুন যুগ শুরু বার্সেলোনার

Image Credit source: Barcelona Twitter

মাদ্রিদ: এল ক্লাসিকোতে (El Clasico) তিন বছর জিততে না পারার খরা অবশেষে কাটাল বার্সেলোনা (Barcelona)। তাও কিনা রিয়াল মাদ্রিদের (Real Madrid) ঘরের মাঠ বের্না বৌ-তে রীতিমতো তছনছ করল কার্লো আন্সলোত্তির টিমকে। ৪-০ জয়ে হয়তো পিয়ের-এমেরিক অবামায়াং নায়ক হয়ে উঠলেন। নিজে জোড়া গোল করে, ফেরান তোরেসকে দিয়ে একটা গোল করিয়ে। তবু এই ম্যাচ থেকে আর এক নতুন বার্সা-যুগের সূচনা হয়ে গেল। কোচ জাভি হার্নান্ডেজের হাত ধরে দুরন্ত উত্থান দেখল ফুটবল বিশ্ব। গত তিন বছর লিওনেল মেসির প্রাক্তন টিম সে ভাবে খুঁজেই পাচ্ছিল না নিজেদের। একের পর এক কোচ বদলেও লাভ হয়নি। বার্সা কিংবদন্তি জাভিকে ফেরাতেই আবার স্বমহিমায় নৌ কাম্পের টিম। এমন এক দুরন্ত উত্থানের অপেক্ষাতেই বোধহয় ছিলেন বার্সা ভক্তরা। এল ক্লাসিকো জয় উৎসব হয়ে নেমে এল বার্সালোনায়। লা লিগার টেবলে এখনও একেই রিয়াল। ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে। তবে, এক ম্যাচ কম খেলা বার্সাও খেতাবের লড়াইয়ে থাকল। ২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে।

ম্যাচের শুরু থেকেই বিধ্বংসী ফুটবল শুরু করেছিল বার্সা। অনেক দিন পর এমন কোনও ক্লাসিকোর সাক্ষী থাকল স্প্যানিশ ফুটবল, যেখানে বার্সার দাপটে কোণঠাসা হয়ে থাকল রিয়াল। ২৯ মিনিটে প্রথম গোল অবামায়াংয়ের, ওসমানে দেমবেলের ক্রস থেকে। ৩৮ মিনিটে রোনাল্জ আরায়ুজোর গোল থেকে ২-০। বিরতির পরই আবার অবামায়াংয়ের ব্যাক হিল থেকে ৩-০ করেন ফেরান তোরেস। ৫১ মিনিটে দ্বিতীয় গোল অবামায়াংয়ের। আগ্রাসী বার্সাকে আটকানোর জন্য় বিরতির পর দুটো বদল করেছিলেন আন্সেলোত্তি। কিন্তু তাতেও থামানো যায়নি অবামায়াংদের গতি। আরও গোল হতে পারত। যদি রিয়ালের কিপার থিবো কুর্তোইস তিনকাঠির তলায় দুরন্ত পারফর্ম না করতেন।

টিমের পারফরম্যান্সে উচ্ছ্বসিত বার্সা কোচ জাভি বলেছেন, ‘বার্সা আবার ফিরে এল। আমরা এটা দেখানোর চেষ্টা করেছিলাম, রিয়াল মাদ্রিদের মতো বড় টিমের বিরুদ্ধে ওদের ঘরের মাঠেই দুরন্ত লড়াই করতে পারি। এই ফলাফল আমাদের দারুণ ভাবে উজ্জীবিত করবে। ভবিষ্যৎ বেশ উজ্জ্বল এই বার্সেলোনার। টিমের পারফরম্যান্সে আমি খুশি। কারণ, রিয়ালের থেকে ভালো খেলেছি। সত্যি বলতে কী, অসাধারণ খেলেছি আমরা। আমি বার্সেলোনার দীর্ঘদিনের সমর্থক। আর সেই কারণেই কোচের ভূমিকাতে থাকলেও দারুণ উপভোগ করেছি।’

আরও পড়ুন: La Liga: এল ক্লাসিকো জিতে রিয়াল মাদ্রিদের বিজয়রথ থামাল জাভির বার্সা



Leave a Reply