আইপিএল (IPL) শুরু হতে বাকি আর মাত্র ৪দিন। ১০ দলের আইপিএল দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমীরা। এ বারের আইপিএলে যেমন থাকবেন না একাধিক তারকা প্লেয়ার, তেমনই থাকবেন সেই সব প্লেয়ার, যাঁরা দেশের হয়ে খেলার সময় আনফিট থাকলেও আইপিএলে খেলার জন্য ফিট। এক নজরে দেখে নিন এইরকম পাঁচ ক্রিকেটারদের যাঁরা চোটের কারণে দেশের হয়ে খেলার সময় ফিট না থাকলেও, আইপিএলে খেলার জন্য ফিট।
Publish Date – 9:00 am, Mon, 21 March 22