East Bengal: সদ্য প্রয়াত ফুটবলার দেবজ্যোতি অভিনব ‘সম্মান’ ইস্টবেঙ্গলের


প্রয়াত তরুণ ফুটবলারকে বিশেষ সম্মান লাল-হলুদের।

কৌস্তভ গঙ্গোপাধ্যায়

সদ্য প্রয়াত ফুটবলার দেবজ্যোতি ঘোষের (Debajyati Ghosh) জন্য অভিনব উদ্যোগ ইস্টবেঙ্গলের (East Bengal)। গত মরসুমে রেলওয়ে এফসিতে চমৎকার খেলার জন্য কৃষ্ণনগরের (Krishnanagar) মিডফিল্ডারকে নতুন মরসুমের জন্য টিমে নিয়েছিল লাল-হলুদ। কিন্তু কৃষ্ণনগরে একটি স্থানীয় ক্লাবের হয়ে খেলতে গিয়ে হঠাৎই হৃদরোগে (heart attack) আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি। দেবজ্যোতি আর না থাকলেও তাঁকে প্রাপ্য ‘সম্মান’ জানাতে চলেছে ইস্টবেঙ্গল। ক্লাব কর্তা দীপক দাসের প্রয়াণ দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে ঘোষণা করে দেওয়া হল, যে অর্থে সই করানো হয়েছিল সেই টাকা দেবজ্যোতির পরিবারকে দেওয়া হবে। ইস্টবেঙ্গল, মোহনবাগানের (Mohun Bagan) মতো ময়দানের দুই প্রধান বরাবরই মানবিক পদক্ষেপ নিয়েছে। ২৫ বছরে খেলার মাঠে দুর্ঘটনায় মারা যাওয়া দেবজ্যোতির ক্ষেত্রেও লাল-হলুদ তাই-ই করল।

এরই মধ্যে আবার মঞ্চে দাঁড়িয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব ঘোষণা করলেন, শিলিগুড়িতে ফুটবল অ্য়াকাডেমি গড়তে চান তিনি। তাতে ইস্টবেঙ্গলের তরফে যাবতীয় সহযোগিতা চান। মঞ্চে দাঁড়িয়েই ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলে দেন, ওই অ্যাকাডেমি বানানোর জন্য ইস্টবেঙ্গল সব রকম সহযোগিতা করবে। তার থেকেও বড় কথা হল, শিলিগুড়িতে প্রচুর লাল-হলুদ সমর্থকের কথা মাথায় রেখে তিনি বলেন, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আবার খেলতে চায় ইস্টবেঙ্গল।

প্রতি বছরের মতো এ বারও দীপক দাসের (পল্টু) প্রয়াণদিবস পালিত হল ইস্টবেঙ্গলে। দীপকজ্যোতি সম্মান দেওয়া হল পাঁচ বাঙালি শিল্পপতিকে। টেকনো ইন্ডিয়া, ডিটিডিসি, আইআইএইচএম, শালিমার, মুখোরচকের মালিকদের সম্মানিত করা হয়। সেই সঙ্গে ক্লাবের হয়ে খেলা পাঁচ ফুটবলারের প্রথম কোচ, যাঁদের হাত ধরে উঠে এসেছিলেন, তাঁদের সম্মানিত করল।

আরও পড়ুন : Mohun Bagan Election: মনোনয়ন প্রত্যাহারে বিরোধীশূন্য মোহনবাগান

Leave a Reply