IPL 2022: দিল্লির জন্য সুখবর, তৃতীয় ম্যাচ থেকে খেলতে পারবেন এই তারকা পেসার


ট্রফির খরা কাটাতে মরিয়া দিল্লি ক্যাপিটালস।

Image Credit source: Twitter

নয়াদিল্লি: অবশেষে সুখবর এল দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) জন্য। ঋষভ পন্থের (Rishabh Pant) টিম পেস বোলিং ইউনিট নিয়ে তীব্র চাপে পড়ে গিয়েছিল। দক্ষিণ আফ্রিকান এক পেসার দীর্ঘমেয়াদি চোটের কবলে থাকায়। শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএল (IPL 2022) । তার আগেই এল ভালো খবর। চোট কাটিয়ে মাঠে ফিরতে চলেছেন প্রোটিয়া পেসার অনরিখ নর্টজে (Anrich Nortje)। রিহ্যাব চলছে তাঁর। যা পরিস্থিতি, তাতে তৃতীয় ম্যাচ থেকে দিল্লির হয়ে খেলতে পারবেন নর্টজে। গত মরসুমেও দিল্লির হয়ে চমৎকার ফর্মে ছিলেন তিনি। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় থেকেই কোমরের চোটে পড়েছিলেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তাঁকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চায়নি। তাই ভারত ও বাংলাদেশের বিরুদ্ধে হোম সিরিজ, নিউজিল্যান্ড সফরে বিশ্রাম দেওয়া হয়েছিল ডানহাতি পেসারকে। একটা সময় মনে হয়েছিল, নর্টজে হয়তো এ বারের আইপিএল খেলতেই পারবেন না। যা জানা যাচ্ছে, চোট সারিয়ে পুরো দমে আইপিএলে ফিরতে চলেছে তিনি।

আইপিএল খেলার জন্য ইতিমধ্যে মুম্বই পৌঁছে গিয়েছেন নর্টজে। তবে এখন তিনি রিহ্যাবই করবেন। দিল্লির কোচিং টিমের তত্ত্বাবধানে থাকবেন। ফিট হলে তবেই টিমে নেওয়া হবে তাঁকে। আইপিএলের মেগা নিলাম থেকে ৬.৫ কোটি টাকায় কেনা হয়েছে নর্টজেকে। সেই পেসারকে অবশ্য শর্তসাপেক্ষে আইপিএলের জন্য ছেড়েছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড। সিএসএ-র তরফে বলা হয়েছে, দিল্লির মেডিক্যাল টিম তাঁকে ছাড়পত্র দিলে তবেই আইপিএলে খেলতে পারবেন।

মুম্বইয়ের বিরুদ্ধে আগামী রবিবার আইপিএলের প্রথম ম্যাচ দিল্লির। ঋষভ পন্থ ওই ম্যাচ জেতার জন্য মরিয়া। গত বার দারুণ শুরু করলেও শেষ পর্যন্ত প্লে-অফের বেশি এগোতে পারেননি তাঁরা। অধিনায়ক পন্থ আইপিএল ট্রফি দিতে চান দিল্লিকে। যদি সব ঠিকঠাক থাকে, তৃতীয় ম্যাচ অর্থাৎ ৭ এপ্রিল লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে দিল্লির জার্সিতে নামতে পারবেন নর্টজে। পুরো টিম ম্যানেজমেন্ট আপাতত তাঁর ফিট হওয়ার দিকেই তাকিয়ে।

আরও পড়ুন : IPL 2022: আরসিবির শিবিরে কোহলি



Leave a Reply