সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মরশুমের পারফরম্যান্স ভুলে যেতে চাইবেন সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) সমর্থকরা। ১৪ ম্যাচ খেলে মাত্র ৬ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের সবচেয়ে নীচে শেষ করে তারা। নতুন মরশুমে দলের খোলনলচে বদলে ফেলেছে হায়দরাবাদ কর্তৃপক্ষ। কেন উইলিয়ামসনকে এই মরশুমের শুরু থেকেই অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। ২০১৬ সালের আইপিএল চ্যাম্পিয়ান দল কি পারবে ২০২২ সালে ফের জয়ের হাসি হাসতে? আইপিএল (IPL 15) শুরুর আগে জেনে নিই কেমন হতে পারে অরেঞ্জ আর্মির (Orange Army) প্রথম একাদশ, কারাই বা চমকে দেবে টুর্নামেন্টে? হায়দরাবাদের শক্তি ও দুর্বলতাই বা কী হতে পারে? জেনে নিন কেন উইলিয়ামসন বাহিনীর খুঁটিনাটি।
প্রথমেই দেখে নিই ২০২২ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের পুরো দল:
কেন উইলিয়ামসন(অধিনায়ক), আবদুল সামাদ, উমরান মালিক, ওয়াশিংটন সুন্দর, নিকোলাস পুরান, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, প্রিয়ম গর্গ, রাহুল ত্রিপাঠী, অভিষেক শর্মা, কার্তিক ত্যাগী, শ্রেয়স গোপাল, জগদীস সুচিথ, এইডেন মার্করাম, মার্কো ইয়ান্সেন, রোমারিও শেফার্ড, শন অ্যাবট, রবিকুমার সামার্থ, সৌরভ দুবে, শশাঙ্ক সিং, বিষ্ণু বিনোদ, গ্লেন ফিলিপ্স, ফজল হক ফারুকি।
[আরও পড়ুন: IPL 2022: আইপিএলের প্রথম পাঁচ ম্যাচে থাকছেন না দুই বিদেশি তারকা, বড় ধাক্কা খেল KKR]
Mark the dates ✍️#OrangeArmy, here’s your #OrangeCalendar for #IPL2022 ?#IPLFixtures #TATAIPL #ReadyToRise pic.twitter.com/cJfHlPRFwn
— SunRisers Hyderabad (@SunRisers) March 6, 2022
দলের শক্তি:
অরেঞ্জ আর্মিকে ভরসা দেবে তাদের টপ অর্ডার। স্বয়ং কেন উইলিয়ামসন (Kane Williamson) ওপেন করতে পারেন, তিন নম্বরেও নামতে পারেন। সঙ্গে রাহুল ত্রিপাঠি এবং এইডেন মার্করাম মিলে বেশ শক্তপোক্ত ভাবে ইনিংসের ভিত গড়তে পারেন। সঙ্গে নিকোলাস পুরানের পাওয়ার হিটিং। এছাড়াও পেস বোলিং ব্রিগেড প্রতিপক্ষের কপালে চিন্তার ভাঁজ ফেলবেই। তরুণ ভারতীয় পেসার উমরান মালিক, কার্তিক ত্যাগীর সঙ্গে অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার (Bhubaneshwar Kumar), টি নটরাজনরা বিপক্ষের ব্যাটিং লাইন আপে কাঁপুনি ধরিয়ে দিতে পারেন।
দলের দুর্বলতা:
মিডল অর্ডারে অভিজ্ঞতার অভাব সানরাইজার্সের সবচেয়ে বড় সমস্যা। তরুণ অভিষেক শর্মা, প্রিয়ম গর্গরা এখনও সেভাবে পরীক্ষিত নন। চাপের মুখে তাঁরা কতটা প্রতিরোধ গড়তে পারবেন, তা নিয়ে সংশয় আছে। ডেভিড ওয়ার্নার এবং রশিদ খান, এই দুই মহাতারকাকে এই মরশুমে ছেড়ে দিয়েছে হায়দরাবাদ। এদের জুতোয় পা গলানোর মতো কাউকে নিলাম থেকেও নিতে পারেনি অরেঞ্জ আর্মি। সেটাই চিন্তায় রাখবে কেন উইলিয়ামসনকে।
নজর কাড়তে পারেন যাঁরা:
কেন উইলিয়ামসনের দিকে নজর থাকবেই। গত মরশুমে অধিনায়ক হিসাবে তিনি সফল হতে পারেননি। ব্যাট হাতে তিনি যেকোনও দিন ম্যাচ উইনার হতে পারেন। সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক হিসাবেও তাঁর রেকর্ড বেশ ভাল। এছাড়াও দুবারের পার্পল ক্যাপ জয়ী ভুবনেশ্বর কুমার পালটে দিতে পারেন ম্যাচের রং। ভারতের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া সিরিজে ভাল খেলেছেন নিকোলাস পুরান। সেই ফর্মের ঝলক দেখা যেতে পারে আইপিএলে। গত মরশুমে দ্রুততম বলটি করা উমরান মালিক কেমন বোলিং করেন সেদিকে নজর থাকবেই।
সম্ভাব্য প্রথম একাদশ:
রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, কেন উইলিয়ামসন(অধিনায়ক), অভিষেক শর্মা, নিকোলাস পুরান (উইকেটকিপার), আবদুল সামাদ, রোমারিও শেফার্ড, ওয়াশিংটন সুন্দর, কার্তিক ত্যাগী, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন/উমরান মালিক।
[আরও পড়ুন: IPL 2022: কাটল জটিলতা, ২৫% দর্শকের উপস্থিতিতে হবে আইপিএল, শুরু টিকিট বিক্রি]
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ