Miami Open: জয় দিয়ে মিয়ামি ওপেন যাত্রা শুরু ওসাকার


Miami Open: জয় দিয়ে মিয়ামি ওপেন যাত্রা শুরু ওসাকার

Image Credit source: We Are Tennis Twitter

মিয়ামি: চোখের জলে ইন্ডিয়ান ওয়েলস (Indian Wells) থেকে বিদায় নিয়েছিলেন জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা (Naomi Osaka)। ইন্ডিয়ান ওয়েলসে মেয়েদের সিঙ্গলসরে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে অশালীন মন্তব্য ভেসে আসে তাঁর উদ্দেশ্যে। ধৈর্য্যের বাঁধ ভেঙে যায় ওসাকার। সেই ম্যাচটা হেরে গেলেও, মানসিকভাবে তিনি ওই ঘটনার ফলে কোন জায়গায় ছিলেন, সে কথা জানিয়ে কোর্ট ছেড়েছিলেন। সেই ঘটনার পর আবার কোর্টে ফিরেছেন ওসাকা। আর শুধু ফিরেছেনই না। জয় দিয়ে শুরু করলেন মিয়ামি ওপেন (Miami Open)। টুর্নামেন্টের প্রথম ম্যাচে জাপানি টেনিস তারকা হারিয়েছেন অজি টেনিস প্লেয়ার অস্ত্র শর্মাকে (Astra Sharma)।

হার্ড রক স্টেডিয়ামে বিশ্ব ব়্যাঙ্কিংয়ের ৯৬-তে থাকা প্লেয়ার অস্ত্রকে হারিয়েছেন ৬-৩, ৬-৪ ফলাফলে। চার বারের গ্র্যান্ড স্লামজয়ী ওসাকা ম্যাচের শেষে বলেন, “সত্যি বলতে কী ম্যাচটা বেশ কঠিন ছিল। শুরু থেকেই আমি ওর ওপর চাপ তৈরি করার চেষ্টা করেছিলাম। তাতে আমি সফলও হয়েছি।” টুর্নামেন্টের ১৩তম বাছাই অ্যাঞ্জেলিক কেরবারের বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নামবেন ওসাকা।

একইসঙ্গে ওসাকা বলেন, “আমি জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারায় ভীষণ খুশি। এটা আমার কাছে ঘরের টুর্নামেন্টের মতো। সত্যি বলতে কী, আজ আমি চেষ্টা করেছিলাম কোনও কিছু যেন আমাকে আমার লক্ষ্য থেকে সরিয়ে না দিতে পারে। আমি শেষ যে ম্যাচটা খেলেছিলাম, ওটার স্মৃতিটা মোটেও ভালো নয় আমার জন্য। আমি শুধু প্রমাণ করতে চেয়েছিলাম যে, আমি যে কোনও পরিস্থিতি থেকে ফিরে আসতে পারি এবং প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আমি জিতি বা হেরে যাই না কেন, আমি ঠিক করেছিলাম আমি যেটা করতে পারি, সেটাই করে দেখাব।”

ইন্ডিয়ান ওয়েলসে ওসাকার সঙ্গে যা ঘটেছে, তার জন্য তিনি থেরাপিস্টের সাহায্য নিচ্ছেন। এমনটাই জানিয়েছেন ওসাকা। মিয়ামি ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচের শেষে ওসাকা বলেন, “আমি জানি না আমাকে এটা বলা ঠিক হবে কিনা, তবে আমি জানাতে চাই ইন্ডিয়ান ওয়েলসের পরে আমি একজন থেরাপিস্টের সঙ্গে কথা বলা শুরু করি। আমি বুঝতে পেরেছি এটা কাজ দেয়। আমি খুশি যে আমি আশেপাশে সেই সকল মানুষদের পেয়েছি, যারা আমাকে সঠিক দিকে যাওয়ার পথ দেখায়।”

আরও পড়ুন: Swiss Open: সুইস ওপেনের দ্বিতীয় রাউন্ডে সিন্ধু-সাইনা-শ্রীকান্ত

আরও পড়ুন: World Cup Qualifiers: তুরস্কের বিরুদ্ধে রোনাল্ডোদের ডু অর ডাই

আরও পড়ুন: ৭ বছর পর সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে পদক বাংলার



Leave a Reply