Swiss Open: সুইস ওপেনের দ্বিতীয় রাউন্ডে সিন্ধু-সাইনা-শ্রীকান্ত


Swiss Open: সুইস ওপেনের দ্বিতীয় রাউন্ডে সিন্ধু-সাইনা-শ্রীকান্ত

Image Credit source: Twitter

বাসেল: অল ইংল্যান্ড ওপেনের (All England Open) মতোই ঠিক সুইস ওপেনের (Swiss Open) শুরুটাও ভালো করলেন ভারতীয় তারকা শাটলাররা। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন দু’বারের অলিম্পিকজয়ী পিভি সিন্ধু থেকে সাইনা-শ্রীকান্তরাও। আজ, শুক্রবার সুইস ওপেনের দ্বিতীয় রাউন্ডের পরীক্ষা সাইনা-সিন্ধু-শ্রীকান্তদের সামনে। সিন্ধু (PV Sindhu) প্রথম রাউন্ডে স্ট্রেট সেটে ডেনমার্কের লাইন হোজমার্ক কেজারফেল্টকে (Line Hojmark Kjaersfeldt) উড়িয়ে দিয়েছেন। এবং কিদাম্বি শ্রীকান্তও  (Kidambi Srikanth) ডেনমার্কের ম্যাডস ক্রিস্টোফারসেনকে (Mads Christophersen) হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। সাইনা নেহওয়াল (Saina Nehwal) প্রথম রাউন্ডের ম্যাচে ফ্রান্সের ইয়ায়েল হোয়াক্সকে (Yaelle Hoyaux) হারিয়েছেন।

পিভি সিন্ধু সুইস ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচে স্ট্রেট সেটে ডেনমার্কের লাইন হোজমার্ক কেজারফেল্টকে হারান। ৩৭ মিনিটের লড়াইয়ে ২১-১৪, ২১-১২ ফলাফলে সিন্ধু হারিয়েছেন ড্যানিশ শাটলারকে। সিন্ধু এই টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই। জার্মান ওপেন এবং অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ থেকে হতাশাজনকভাবে বিদায় নেওয়ার পর চলতি বছরে আবার নিজের ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করছেন। তিনি দ্বিতীয় রাউন্ডে তুরস্কের নেসলিকান ইগিটের বিরুদ্ধে নামবেন।

সাইনা নেহওয়াল চোট সারিয়ে কোর্টে ফিরেছেন। তিনি সুইস ওপেনের প্রথম রাউন্ডে ফ্রান্সের ইয়ায়েল হোয়াক্সকে স্ট্রেট সেটে হারান। ৩১ মিনিটের লড়াইয়ে ম্যাচের ফল ২১-৮, ২১-১৩ সাইনার পক্ষে। তিনি দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মালয়েশিয়ার কিসোনা সেলভাদুরায়ের মুখে নামবেন। অন্যদিকে কিদাম্বি শ্রীকান্ত ডেনমার্কের ম্যাডস ক্রিস্টোফারসেনকে প্রথম রাউন্ডে ৩২ মিনিটের মধ্যে হারিয়ে দেন। খেলার ফল ২১-১৬, ২১-১৭ শ্রীকান্তের পক্ষে। দ্বিতীয় রাউন্ডে শ্রীকান্তের মুখোমুখি হবেন ফ্রান্সের অবাছাই ক্রিস্টো পপভ।

আরও পড়ুন: PAK vs AUS: ওয়ার্নারের দিকে তেড়েফুড়ে এলেন শাহিন আফ্রিদি, মুহূর্তে ভাইরাল ভিডিও

আরও পড়ুন: IPL 2022: আইপিএল-১৫-তে নজরে থাকবেন কোন ৫ বোলার

আরও পড়ুন: Lakshya Sen: আত্মবিশ্বাসী লক্ষ্য সেন নিজের ভবিষ্যৎ নিয়ে কী বললেন?

Leave a Reply