Shane Warne: শেন ওয়ার্নের শেষ মেসেজটা ভুলতে পারছেন না ম্যাক্সওয়েল


তরুণ ম্য়াক্সওয়েলের সঙ্গে শেন ওয়ার্ন।

Image Credit source: Twitter

মেলবোর্ন: ক্রিকেট বিশ্বে একটা সিদ্ধান্ত ঝড় তুলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল (Glen Maxwell)। মানসিক স্বাস্থ্যের জন্য ক্রিকেট থেকে ছুটি নিয়েছিলেন তিনি। বেশ লম্বা সময় তিনি ক্রিকেটের বাইরে থেকে আবার ফিরে এসেছেন। খেলছেন দাপটের সঙ্গেই। গ্লেন ম্যাক্সওয়েলের মনে যে কিছু একটা চলছে সেটা আগেই টের পেয়েছিলেন শেন ওয়ার্ন (Shane Warne)। ৩০ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG) শেন ওয়ার্নের শেষকৃত্য। তার আগে বেশ কিছুদিনের পুরোন কিছু কথা শেয়ার করলেন ম্যাক্সি। গোটা ক্রিকেট (Cricket) বিশ্বের মত শেন ওয়ার্নের হঠাৎ মৃত্যু তাঁকেও বড় ধাক্কা দিয়েছে। মানসিক ভাবে তিনিও ভেঙে পরেছেন। কিন্তু ওয়ার্নের শেখানো পথে এগিয়ে যাওয়াই ম্যাক্সির লক্ষ্য। তাই মানসিক ধাক্কা সামলে আবার ২২ গজের লড়াইয়ে নেমে পরতে চান। তবে ম্যাক্সওলের কথাবার্তায় বারবার ফিরে আসছেন ওয়ার্ন।

মানসিক ভাবে তখন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন ম্যাক্সি। বিগ ব্যাশ লিগে (Big Bash League) ওয়ার্নের দলের হয়েই খেলেছিলেন। ম্যাচ শেষে হোটেলে ফেরার পর, ওয়ার্নের থেকে একটি টেস্ট মেসেজ পান গ্লেন। মেসেজে খেলা ছিল, ‘তুমি কি ঠিক আছো?’ উত্তরে ম্যাক্সওয়েল জানিয়েছিলেন তিনি ঠিক আছেন। তবে ওয়ার্ন তারপরও লেখেন, ‘তোমার যদি কখনও মনে হয় আমার সঙ্গে কথা বলবে টেস্ট করতে পারো বা ফোনও করতে পারো।’

ওয়ার্নের এই মেসেজটা দেখে কিছুটা হলেও অবাক হয়েছিলেন ম্যাক্সওয়েল। মনে হয়েছিল তাঁর মনে যন্ত্রণা ওয়ার্ন কি ভাবে বুঝলেন? ক্রিকেট মহল বলে সতীর্থদের মন পড়তে পারতেন প্রাক্তন অজি স্পিনার। ম্যাক্সওয়েলের মন্তব্যে আবারও সেই প্রমাণ হল। এই মেজসটাই ম্যাক্সির কাছে সম্পদ। একাধিকবার জানিয়েছেন, ওয়ার্ন হয়তো শারীরিক ভাবে আর তাঁর সঙ্গে নেই। কিন্তু এই মেসেজগুলো থেকে যাবে। কঠিন সময়ে ওয়ার্নের থেকে পাওয়া শিক্ষা গুলোই তাঁর সঙ্গে থেকে যাবে। বলছেন গ্লেন ম্যাক্সওয়েল।

আরও পড়ুন: IPL 2022: আইপিএলের কোন দলের জার্সি রাখবেন আপনার কালেকশনে, দেখুন ছবিতে

Leave a Reply