Swiss Open: সুইস ওপেনের কোয়ার্টার ফাইনালে সিন্ধু, বিদায় সাইনার


সুইস ওপেনে ভারতের বাজি সিন্ধু।

Image Credit source: Twitter

বাসেল: গত কয়েকটা মাসে ভারতীয় ব্যাডমিন্টনে যেন একটাই মুখ। উত্তরাখণ্ডের বঙ্গসন্তান লক্ষ্য সেন (Lakshya Sen)। পরপর দুই সপ্তাহে জার্মান ওপেন ও অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলে দেশের ব্যাডমিন্টনের ব্যাটনটা নিজের হাতে তুলে নিয়েছেন। সুইস ওপেনে খেলছেন না তিনি। তাই বাকিদের কাছে প্রমাণ করার সুযোগ যা তাঁরাও লড়াইয়ে আছেন। প্রমাণ করার লড়াইয়ে পিভি সিন্ধু (PV Sindhu) কোয়ার্টার ফাইনালে পৌঁছে প্রমাণের করার চেষ্টায় আছেন। তবে আবারও হতাশ করলেন সাইনা নেহওয়াল (Saina Nehwal)। আবার শূন্য হাতে টুর্নামেন্ট থেকে বিদায় তাঁর। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নিজের থেকে পিছিয়ে থাকা খেলোয়াড়ের বিরুদ্ধে হার সিন্ধুর। পিছিয়ে যেতে যেতে বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ২৩ নম্বরে আছেন তিনি। অন্যদিকে পুরুষদের সিঙ্গেলসে কোয়ার্টর ফাইনালে কিদাম্বি শ্রীকান্ত, এইচ এস প্রণয় (HS Prannoy)ও পারুপল্লি কাশ্যপ (P Kashyap)।

সাইনা ছাড়া ভারতীয় সিঙ্গেলস তারকারা জয় পেলেও কিছুটা অপ্রত্যাশিত হার সাইরাজ-চিরাগ জুটির। টুর্নামেন্টের সাত নম্বর বাছাই ভারতীয় জুটি, ইন্দোনেশিয়ার জুটির বিরুদ্ধে। মাত্র ৩৯ মিনিটের লড়াইয়ে হারতে হল ভারতীয় জুটিকে। খেলার ফল ১৯-২১, ২২-২০। পুরুষদের সিঙ্গেলসে কড়া চ্যালেঞ্জার মুখে পরতে হয়েছিল কিদাম্বি শ্রীকান্থকে। ৭৩ মিনিটের লড়াইয়ে ক্রিস্টোর বিরুদ্ধে তিনি জিতলেন ১২-২১, ২৫-২৩, ২১-১১ গেমে। জয় পেলেন এইচএস প্রণয়। কালের কলজোনেলের বিরুদ্ধে ৫৬ মিনিটের তিন গেমের লড়াই জিতলেন প্রণয়। খেলার ফল ১৯-২১,২১-১৩,২১-৯। টুর্নামেন্টের এক নম্বর বাছাই অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন নাম তুলে নেওয়ায় ওয়াক ওপের পেয়ে পরের পর্বে পারুপল্লি কাশ্যপ। ২০১৭ সালের পর আবার আন্তর্তাজিক মঞ্চে মুখোমুখি প্রণয় ও কাশ্যপ।

লক্ষ্য না থাকায় টুর্নামেন্টে ভারতের একমাত্র আশা অলিম্পিকে জোড়া পদক জয়ী পিভি সিন্ধু। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই সিন্ধু, নেশলিয়ান বিরুদ্ধে স্ট্রেট সেটে জয় তুলে নিলেন। ৪২ মিনিটের লড়াইয়ে সিন্ধু জিতলেন ২১-১৯, ২১-১৪। সিন্ধু জিতলেও হার সাইনার। বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ২৩ নম্বরে থাকা সাইনা হারলেন ৬৪ নম্বরে থাকা মালয়েশিয়ার কিসোনার বিরুদ্ধে। প্রথম গেম জিতেও নিজের ছন্দ ধরে রাখতে পারেননি সাইনা। খেলার ফল ২১-১৭, ১৩-২১,১৩-২১।

আরও পড়ুন : IPL 2022: জেনে নিন আসন্ন আইপিএলে নজরে থাকবেন কোন ৫ অলরাউন্ডার

Leave a Reply