World Cup Qualifiers: ওয়েলসের স্বপ্নের ফেরিওয়ালা সেই বেলই


গ্যারেথ বেল।
ছবি: টুইটার

কার্ডিফ: ওয়েলস কি কাতার বিশ্বকাপে (FIFA World Cup) খেলবে? যতক্ষণ গ্যারেথ বেল আছেন, ততক্ষণ স্বপ্ন দেখতেই পারে ওয়েলস। সময় পাল্টেছে, তবু সে দেশের মহানায়কের নাম এখনও পাল্টায়নি। দলের কাণ্ডারি হয়ে ওঠেন সেই গ্যারেথ বেলই (Gareth Bale)। বয়স ৩২, এখনও তাঁর পা আগের মতোই ধারাল। দু’বছর আগে রিয়াল মাদ্রিদ থেকে লোনে টটেনহ্যাম হটস্পার্সে এসেছিলেন। অস্ট্রিয়ার বিরুদ্ধে জোড়া গোল গ্যারেথ বেলের। প্রথমার্ধের ২৫ মিনিটে ফ্রিকিক থেকে দুরন্ত গোল গ্যারেথ বেলের। ২৫ গজ দূর থেকে জোরালো শট। মুহূর্তের মধ্যে বল জড়িয়ে গেল জালে। গোলকিপার কিছু বুঝে ওঠার আগেই ১-০ এগিয়ে যায় ওয়েলস। অপর গোল খেলার দ্বিতীয়ার্ধে। এ বারও গোলদাতার তালিকায় সেই গ্যারেথ বেলের নাম।

ম্যাচের ৫১ মিনিটে ডেভিসের বাড়ানো বল থেকে কোনাকুনি শটে দুরন্ত গোল গ্যারেথ বেলের। ৬৪ মিনিটে ২-১ করে অস্ট্রিয়া। তবে ৯০ মিনিট পর শেষ হাসি হাসেন গ্যারেথ বেলরাই। অস্ট্রিয়াকে হারিয়ে প্রাক বিশ্বকাপের প্লে অফের ফাইনালে পৌঁছে গেল ওয়েলস। স্কটল্যান্ড-ইউক্রেন ম্যাচ পিছিয়ে যাওয়ায় ফাইনালে ওয়েলসের প্রতিপক্ষ কে হবে, তা এখনও ঠিক হয়নি।

অন্য ম্যাচে চেক প্রজাতন্ত্রকে হারিয়ে প্লে অফের ফাইনালে পৌঁছে গেল সুইডেন। নির্ধারিত সময়ে ম্যাচের ফল থাকে গোলশূন্য। হাড্ডাহাড্ডি লড়াই চালায় দুই দলই। অতিরিক্ত সময়ে বাজিমাত সুইডেনের। ১১০ মিনিটে গোল রবিন কুয়াইসনের। ফাইনালে রবার্ট লেওয়ানডস্কিদের পোল্যান্ডের মুখোমুখি হবে সুইডেন। ইউক্রেনের উপর হামলা চালানোয় রাশিয়াকে আগেই বরখাস্ত করেছে ফিফা। ফলে রাশিয়ার বিরুদ্ধে ম্যাচ বাতিল হওয়ায় আগেই ফাইনালে পৌঁছে যায় পোল্যান্ড।

আরও পড়ুন: World Cup Qualifiers: যাঁদের সামনে স্বপ্নভঙ্গ হল ইতালির



Leave a Reply