শ্রী সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর হরিমোহন বাঙ্গুর
কৌস্তভ গঙ্গোপাধ্যায়
ময়দানে জোর গুঞ্জন, শ্রী সিমেন্টের (Shree Cement) সঙ্গে আলোচনায় বসেছে মহমেডান (Mohammedan Sporting)। আদৌ কি সত্যি? মহমেডানের সঙ্গে কি যুক্ত হতে পারে শ্রী সিমেন্ট? জল্পনা বাড়ছে। ইস্টবেঙ্গল (East Bengal)-শ্রী সিমেন্ট তিক্ততার রেশ এখনও বেশ টাটকা। টার্মশিট, মূল চুক্তিপত্র নিয়ে দু’পক্ষের মধ্যে কম দড়ি টানাটানি দেখেনি ময়দান। পরিস্থিতি এতটাই জটিল জায়গায় পৌঁছয় যে, আসরে নামতে বাধ্য হন খোদ মুখ্যমন্ত্রী। শ্রী সিমেন্টের সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্ক একপ্রকার ছিন্ন হয়ে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে ফুটবল স্বত্ব ক্লাবকে ফিরিয়ে দেওয়ার আইনী প্রক্রিয়া। নতুন ইনভেস্টরের লক্ষ্যে আসরে নেমেছেন ইস্টবেঙ্গল কর্তারাও। বাংলাদেশে গিয়ে বসুন্ধরা গ্রুপের মালিকের সঙ্গেও বৈঠক করেছেন লাল-হলুদের কর্তারা। একই সঙ্গে বেশ কয়েকটি কো স্পনসর পাওয়ার জন্য আগেভাগেই আসরে নেমেছে ইস্টবেঙ্গল।
কয়েকদিন আগেই ক্লাবের এক অনুষ্ঠানে ৫ শিল্পপতিকে বিশেষ ভাবে সম্মানিত করেন লাল-হলুদ কর্তারা। তারপর থেকে বলা শুরু হয়েছে, সামনের মরসুমে দলগঠনের কাজ কিছুটা এগিয়ে রাখল ইস্টবেঙ্গল। আইএসএলের পাশাপাশি কলকাতা লিগ, আইএফএ শিল্ড, ডুরান্ড কাপ খেলার জন্যও আসরে নেমেছেন কর্তারা। শ্রী সিমেন্ট কি ভারতীয় ফুটবলের অন্য কোনও ক্লাবের সঙ্গে যুক্ত হবে? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নানা মহলে। কয়েকদিন ধরেই ময়দানে জোর গুঞ্জন, মহমেডানের সঙ্গে বৈঠকে বসেছে শ্রী সিমেন্ট। সেই প্রসঙ্গে শ্রী সিমেন্টের এক কর্তা বলেন, ‘আলোচনা হলেই যে চুক্তি হচ্ছে তার কোনও মানে নেই। অনেক ক্লাবের কর্তাদের সঙ্গেই আমাদের কথা হয়। এটাই তো খুব স্বাভাবিক। কিন্তু চুক্তি কারও সঙ্গে যখন হয়, অনেক পথ পেরিয়ে তবে হয়।’
শ্রী সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর হরিমোহন বাঙ্গুর কিন্তু বরাবরের মতো যে কোনও বিতর্কে খোলামেলা। সোজা কথার সোজা উত্তর দিতেই ভালোবাসেন। টিভি নাইন বাংলা যখন ফোনে ধরল তাঁকে, ইস্টবেঙ্গল প্রসঙ্গে বিরক্তি গোপন করলেন না। উল্টে বলে দিলেন, ‘কোনও ক্লাব আমাদের কাছে এখনও ইনভেস্টর হওয়ার প্রস্তাব দেয়নি। যদি আসে, ভেবে দেখব। মহমেডানের প্রসঙ্গ এই প্রথম শুনলাম। এই রকম ব্যাপারে আমি যদি-কিন্তুতে বিশ্বাস করি না। একটা কথা সাফ বলতে চাই, ইস্টবেঙ্গল ছাড়া যে কোনও ক্লাবে ইনভেস্ট করতে পারি।’
ইস্টবেঙ্গল নিয়ে এত ক্ষোভ কেন হরিমোহন বাঙ্গুরের? লাল-হলুদে পা দিয়ে যে অভিজ্ঞতা হয়েছে শ্রী সিমেন্টের মালিকের, তা এখনও ভুলতে পারছেন না। যে কারণে লাল-হলুদের প্রসঙ্গ উঠলেই কথা বলতে অনীহা প্রকাশ করছেন। তীব্র বিরক্তি নিয়ে হরিমোহন বললেন, ‘ইস্টবেঙ্গলের সঙ্গে যে অভিজ্ঞতা হয়েছে, তা মোটেও সুখকর নয়। একটা ভাবনা নিয়ে শতাব্দী প্রাচীন ক্লাবে ইনভেস্ট করতে এগিয়েছিলাম।’
ভারতীয় ফুটবলে কি আবার কখনও বিনিয়োগকারীর ভূমিকায় দেখা যাবে শ্রী সিমেন্টকে? প্রশ্ন থাকছে। যার উত্তর অজানা। এমন কি হরিমোহন বাঙ্গুর নিজেও এর উত্তর দিতে চাইছেন না!
আরও পড়ুন: World Cup Qualifiers: ঘরের মাঠে ‘শেষ ম্যাচে’ গোল মেসির, অবসর প্রসঙ্গে বড়সড় মন্তব্য